গত কয়েক মাস ধরে করোনাতে আক্রান্ত গোটা বিশ্ব। মৃত্যু ছিনিয়ে নিয়েছে লক্ষাধিক প্রাণ। করোনার করাল প্রকোপে দুনিয়া স্তব্ধ, মানুষ আতঙ্কে দিশাহারা ও অসহায়। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিভিন্ন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমাদের দেশে গত 25 মার্চ থেকে ঘোষণা হয়েছে লক ডাউন, লক-ডাউনে সমস্ত কিছু বন্ধ; কর্মহীন দেশ তথা রাজ্যের একটা বড় অংশ-- যাঁরা দিন-আনে-দিন-খায়,প্রতি দিনের মজুরিতে হয় তাদের খাদ্য জোগাড়। কাজ না থাকায় এইসব পরিবার অভুক্ত। এহেন পরিস্থিতির কারণে সম্পূর্ণভাবে করোনা মোকাবেলার জন্য লক-ডাউনের বিধি নিষেধ মানা সম্ভব হচ্ছে না তাদের পক্ষে; তারা জোগাড় করতে পারছে না দুবেলার দুই মুঠো ভাত।
তাই এই দুর্বিষহ সংকটকালে সেই অসহায় বিপন্ন মানুষগুলোর পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েছে *মানবিক তহবিল, তাহেরপুর।*
*মানবিক তহবিল,তাহেরপুর* দুস্থ ও অনন্যোপায় পরিবারগুলোর কাছে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় ন্যূনতম খাদ্য-সামগ্রী পৌঁছে দিচ্ছে গত 25ই মার্চ অর্থাৎ লক ডাউন এর দিন থেকেই। *মানবিক তহবিল, তাহেরপুর* সদস্যরা TNAA প্রতিটি ব্লক, বারাসাত গ্রাম পঞ্চায়েত এর বিস্তৃণ্য অঞ্চল, খিসমা গ্রাম পঞ্চায়েত এর কিছু অঞ্চল, রানাঘাট ১নং ব্লকের রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের হুগলি নদী তীরবর্তী সাহেবডাঙ্গা, ও শান্তিপুর ব্লকের মানিকডিহি এর প্রায় ১৫০০টি দরিদ্র পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে পেরেছে চাল-ডাল-আলু-তেল-সয়াবিন- পিয়াজ ও সাবান। মানবিকতার এই প্রয়াসে *মানবিক তহবিল, তাহেরপুর* এর দিকে বিভিন্ন ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বেশ কিছু সহৃদয় ব্যক্তিবর্গ। সংগঠনের প্রত্যেকটি সদস্যের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়েই আগামী দিনগুলোতে আরো অনেক পরিবারের হাতে ন্যূনতম খাদ্য সামগ্রী পৌঁছে দিতে পারা যাবে। শুধু খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়াই নয় যাদের কাঁচামাল দিলেও রান্না করে খেতে পারবে না তাদের রান্না করা খাদ্য সামগ্রী পরিবেশন করা হচ্ছে। পথ কুকুরদেরও নিয়মিত খাবারের বন্দোবস্ত করা হচ্ছে। এছাড়াও গ্রামীণ যে সব এলাকায় প্রাথমিক চিকিৎসা করার মতো ব্যবস্থা নেই সেখানে একাধিক দিন ডাক্তার বসিয়ে মেডিক্যাল ক্যাম্প করা হয়েছে এবং বিনামূল্যে ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এলাকার কিছু দুঃস্থ পরিবারের হাতে শিশু খাদ্য তুলে দেওয়া হয়েছে একই সাথে কিছু মুমূর্ষ রুগীর আপদকালীন অবস্থায় রক্তের ব্যাবস্থাও করা হয়েছে। দৃষ্টিভঙ্গি ঠিক রেখে মানবিকতার উত্তরণে ও উদ্বোধনে *মানবিক তহবিল, তাহেরপুর* নিরন্তর কাজ করে চলেছে। 'মানবিকতার জয় হোক' এই দৃষ্টিভঙ্গিকে পাথেয় করে এরা এগিয়ে চলছে মানবতার জয় গান রচনা করতে।
No comments:
Post a Comment