বড়বাজারের মাড়োয়াড়ি ব্যবসায়ী গোপী আগরওয়াল, বাড়ি সল্টলেকের AD ব্লকে (AD-261)। করোনা আতঙ্কে ভুগছে বাংলা সহ গোটা ভারত, রাজ্য সরকার কাজ করছে করোনা মোকাবিলায়। জমায়েত নিষিদ্ধ করে রাজ্য সরকার। কিন্তু করোনা আতঙ্কের মধ্যেই গোপী আগরওয়ালের সল্টলেকের বাড়িতে হয় পার্টি। সমস্ত আইন ভেঙে তছনছ করা হয়, বিপদে ফেলা হয় এলাকার সকল মানুষকে।
গত দু-তিনদিন আগে বাধ্য হয়ে সল্টলেকের বাড়ি স্যানিটাইজ করে দমকল বিভাগ। কিন্তু এই খবর দেখায়নি বাংলার কোনো সংবাদমাধ্যম, এলাকার সকলেই কিন্তু এই খবর জানে। এলাকার মানুষ মাড়োয়াড়ি ব্যবসায়ীর কান্ডজ্ঞানহীন কাজে ভীষণ ক্ষুব্ধ। ওই ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে এলাকাবাসী। এছাড়া বড়বাজারের ব্যবসায়ীদের বিরুদ্ধে এই বিপদের সময়ে কালোবাজারির অভিযোগ উঠছে বারবার।
ওই ব্যবসায়ীকে এখনও গ্রেপ্তার করা হয়নি কেন? ক্ষুব্ধ সকলেই।
-নিজস্ব সংবাদদাতা, বাংলার চোখ
গত দু-তিনদিন আগে বাধ্য হয়ে সল্টলেকের বাড়ি স্যানিটাইজ করে দমকল বিভাগ। কিন্তু এই খবর দেখায়নি বাংলার কোনো সংবাদমাধ্যম, এলাকার সকলেই কিন্তু এই খবর জানে। এলাকার মানুষ মাড়োয়াড়ি ব্যবসায়ীর কান্ডজ্ঞানহীন কাজে ভীষণ ক্ষুব্ধ। ওই ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে এলাকাবাসী। এছাড়া বড়বাজারের ব্যবসায়ীদের বিরুদ্ধে এই বিপদের সময়ে কালোবাজারির অভিযোগ উঠছে বারবার।
ওই ব্যবসায়ীকে এখনও গ্রেপ্তার করা হয়নি কেন? ক্ষুব্ধ সকলেই।
-নিজস্ব সংবাদদাতা, বাংলার চোখ
No comments:
Post a Comment