গোটা পৃথিবী জুড়েই করোনার গ্রাস, মৃত্যু হাজার হাজার মানুষের। করোনা রুখতে সচেষ্ট রাজ্য, চেষ্টার ত্রুটি রাখছেন না স্বয়ং মুখ্যমন্ত্রী, লক ডাউন করা হচ্ছে রাজ্যকে। কাউকে বাইরে না বেরোনোর আবেদন করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী আজ জনতার কারফিউ ঘোষণা করেছেন।
কিন্তু কাজে না আসায় ছাঁটাই বাঙালি কর্মী, ছাঁটাই করল ডোমিনোজ। আলিপুর ডোমিনোজ নয়ন নস্কর নামের এক বাঙালি কর্মীকে কাজে না আসায় ছাঁটাই কর। আরও ১২ জন কর্মীকে জোর করে ঘর থেকে তুলে কাজে নিয়ে আসে ডোমিনোজ কর্তৃপক্ষ, না এলে ছাঁটাইয়ের হুমকি দেওয়া হয়। এ সবের মূল পান্ডা ডোমিনোজের দক্ষিণ বঙ্গের সেলস ম্যানেজার গৌরভ।
এভাবে বাঙালিকে খুন করা হল কেন? ডোমিনোজের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছে বাঙালি। বাংলার রাজ্য সরকারের কাছে গৌরভকে গ্রেপ্তার ও বাঙালি বিদ্বেষী ডোমিনোজকে বাংলায় ব্যান করার দাবি জোরালো হচ্ছে।
-নিজস্ব সংবাদদাতা, বাংলার চোখ
কিন্তু কাজে না আসায় ছাঁটাই বাঙালি কর্মী, ছাঁটাই করল ডোমিনোজ। আলিপুর ডোমিনোজ নয়ন নস্কর নামের এক বাঙালি কর্মীকে কাজে না আসায় ছাঁটাই কর। আরও ১২ জন কর্মীকে জোর করে ঘর থেকে তুলে কাজে নিয়ে আসে ডোমিনোজ কর্তৃপক্ষ, না এলে ছাঁটাইয়ের হুমকি দেওয়া হয়। এ সবের মূল পান্ডা ডোমিনোজের দক্ষিণ বঙ্গের সেলস ম্যানেজার গৌরভ।
এভাবে বাঙালিকে খুন করা হল কেন? ডোমিনোজের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছে বাঙালি। বাংলার রাজ্য সরকারের কাছে গৌরভকে গ্রেপ্তার ও বাঙালি বিদ্বেষী ডোমিনোজকে বাংলায় ব্যান করার দাবি জোরালো হচ্ছে।
-নিজস্ব সংবাদদাতা, বাংলার চোখ
No comments:
Post a Comment