বাংলা পক্ষই বাংলায় প্রথম সংগঠন যারা এনআরসি র বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। ২০১৮ সালের জুন মাস থেকে লাগাতার NRC বিরোধী লড়াইয়ে আছে এই সংগঠন। উত্তর থেকে দক্ষিণবঙ্গ জেলায় জেলায় NRC বিরোধী সভা-মিটিং করছে বাংলা পক্ষ। তাদের প্রচারের মূল ভিত্তিই হল এন আর সি বাঙালিকে ধ্বংসের অস্ত্র মাত্র।
সংসদে নাগরিকত্ব সংশোধনী আইন পাশের পর থেকেই রাস্তায় নেমেছে বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠন। মিছিল-মিটিং-সভা চলছে জোর কদমে। নাগরিকত্ব সংশোধনী আইন ভুয়ো এবং অসাংবিধানিক। এই আইনে হিন্দু বাঙালির লাভ হবে না, বরং ক্ষতি। এই আইন মুসলিম বিদ্বেষী এবং ভারতীয় সংবিধানের পরিপন্থী। এই লাইনেই নিজের প্রচারকে ধারালো করছে বাংলা পক্ষ।
এবার কলকাতা বইমেলায় NRC-NPR-CAA বিরোধী প্রচারে নামল এই সংগঠন। জন সংযোগ চলছে এভাবেই। কলকাতা বইমেলায় নানা জেলা থেকে বহু বাঙালি আসে, তাই এই প্রচার খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংগঠনের সদস্যরা। বইমেলা বাঙালির আবেগ, সেখানে বাঙালির অধিকার নিয়ে প্রচারকে হাতিহার করেই ঝড় তুলতে চায় বাংলা পক্ষ।
-নিজস্ব সংবাদদাতা, বাংলার চোখ
সংসদে নাগরিকত্ব সংশোধনী আইন পাশের পর থেকেই রাস্তায় নেমেছে বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠন। মিছিল-মিটিং-সভা চলছে জোর কদমে। নাগরিকত্ব সংশোধনী আইন ভুয়ো এবং অসাংবিধানিক। এই আইনে হিন্দু বাঙালির লাভ হবে না, বরং ক্ষতি। এই আইন মুসলিম বিদ্বেষী এবং ভারতীয় সংবিধানের পরিপন্থী। এই লাইনেই নিজের প্রচারকে ধারালো করছে বাংলা পক্ষ।
এবার কলকাতা বইমেলায় NRC-NPR-CAA বিরোধী প্রচারে নামল এই সংগঠন। জন সংযোগ চলছে এভাবেই। কলকাতা বইমেলায় নানা জেলা থেকে বহু বাঙালি আসে, তাই এই প্রচার খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংগঠনের সদস্যরা। বইমেলা বাঙালির আবেগ, সেখানে বাঙালির অধিকার নিয়ে প্রচারকে হাতিহার করেই ঝড় তুলতে চায় বাংলা পক্ষ।
-নিজস্ব সংবাদদাতা, বাংলার চোখ
No comments:
Post a Comment