বাংলা চলচিত্র ও সিরিয়ালে হিন্দি সংলাপ ও হিন্দি গানের ব্যবহার বাড়ছে, বাড়ছে নিম্নমানের উত্তর ভারতীয় সংস্কৃতির দাপট৷ বাঙালি পরিচালক, বাঙালি কলা-কুশলীদের মেধাকে কাজে লাগিয়ে লাভ করছে বড় বড় অবাঙালি প্রোডিউসার, কারণ বাঙালির বড় পুঁজি নেই। এবার বাঙালি পরিচালক ও প্রোডিসারদের এক হওয়ার আবেদন জানিয়ে খোলা চিঠি দিল বাঙালি জাতীয়তাবাদী সংগঠন বাংলা পক্ষ। সংগঠনের ফেসবুক পেজে নীচের চিঠিটি পোস্ট করা হয়েছে।
**বাংলার চলচিত্র পরিচালক ও প্রোডিউসারদের উদ্দেশ্যে**
ভারতে বাঙালি ভয়ংকর সংকটে। এমনকি বাংলা সিনেমা বলিউডের সাথে পাল্লা দিয়ে পেরে উঠছে না, পুঁজির লড়াইয়ে হেরে যাচ্ছে। বলিউডকে অনুকরণ করছে আজকাল অনেক বাংলা সিনেমা পরিচালক ও প্রোডিউসার। বাংলা সিনেমা ও সিরিয়ালেে হিন্দি সংলাপের দাপট বাড়ছে৷ গানে ব্যবহৃত হচ্ছে হিন্দি৷ উত্তর ভারতীয় সংস্কৃতির নোংরামীর ছায়া পড়ছে বাংলা চলচিত্রে। সিনেমা ও সিরিয়ালে মুসলমান মানেই দেখানো হয় উর্দু মুসলমানকে, অথচ বাংলায় ৯০% মুসলিম বাঙালি। তারা সিনেমা ও সিরিয়ালে প্রায় ব্রাত্য।
আপনারা বাংলা ও বাঙালির আইকন।
আপনাদের কাছে আমাদের অনুরোধ,
১. বাংলা সিনেমা ও সিরিয়ালে অহেতুক হিন্দি সংলাপ ও হিন্দি গানের ব্যবহার বন্ধ হোক।
২. বাংলার বাস্তবতা ও বাঙালির সংকটকে পর্দায় তুলে ধরুন।
৩. বাংলা সিনেমায় মুসলমান বাঙালির প্রতিনিধিত্ব বাড়ান।
৪. গ্রাম-বাংলার জীবন, কাহিনী আরও প্রকট ভাবে তুলে ধরুন।
আমরা চাই,
১. বাংলার প্রতিটা সিনেমা হলে প্রাইম টাইমে বাংলা সিনেমা দেখানো বাধ্যতামূলক হোক।
২. বাঙালির পুঁজি বাড়ুক। বাঙালি প্রোডিউসাররা বড় হোক।
৩. বাঙালির মেধা, সৃষ্টি কাজে লাগিয়ে অনেক বড় অবাঙালি প্রোডিউসার ক্ষীর খাচ্ছে, লাভবান হচ্ছে৷ আমরা চাই, বাঙালি পুঁজিপতি বাড়ুক, বাঙালি প্রোডিউসাররা একত্রিত হয়ে বড় বাজেটের সিনেমা তৈরি করুন।
ধন্যবাদান্তে,
বাংলা পক্ষ
**বাংলার চলচিত্র পরিচালক ও প্রোডিউসারদের উদ্দেশ্যে**
ভারতে বাঙালি ভয়ংকর সংকটে। এমনকি বাংলা সিনেমা বলিউডের সাথে পাল্লা দিয়ে পেরে উঠছে না, পুঁজির লড়াইয়ে হেরে যাচ্ছে। বলিউডকে অনুকরণ করছে আজকাল অনেক বাংলা সিনেমা পরিচালক ও প্রোডিউসার। বাংলা সিনেমা ও সিরিয়ালেে হিন্দি সংলাপের দাপট বাড়ছে৷ গানে ব্যবহৃত হচ্ছে হিন্দি৷ উত্তর ভারতীয় সংস্কৃতির নোংরামীর ছায়া পড়ছে বাংলা চলচিত্রে। সিনেমা ও সিরিয়ালে মুসলমান মানেই দেখানো হয় উর্দু মুসলমানকে, অথচ বাংলায় ৯০% মুসলিম বাঙালি। তারা সিনেমা ও সিরিয়ালে প্রায় ব্রাত্য।
আপনারা বাংলা ও বাঙালির আইকন।
আপনাদের কাছে আমাদের অনুরোধ,
১. বাংলা সিনেমা ও সিরিয়ালে অহেতুক হিন্দি সংলাপ ও হিন্দি গানের ব্যবহার বন্ধ হোক।
২. বাংলার বাস্তবতা ও বাঙালির সংকটকে পর্দায় তুলে ধরুন।
৩. বাংলা সিনেমায় মুসলমান বাঙালির প্রতিনিধিত্ব বাড়ান।
৪. গ্রাম-বাংলার জীবন, কাহিনী আরও প্রকট ভাবে তুলে ধরুন।
আমরা চাই,
১. বাংলার প্রতিটা সিনেমা হলে প্রাইম টাইমে বাংলা সিনেমা দেখানো বাধ্যতামূলক হোক।
২. বাঙালির পুঁজি বাড়ুক। বাঙালি প্রোডিউসাররা বড় হোক।
৩. বাঙালির মেধা, সৃষ্টি কাজে লাগিয়ে অনেক বড় অবাঙালি প্রোডিউসার ক্ষীর খাচ্ছে, লাভবান হচ্ছে৷ আমরা চাই, বাঙালি পুঁজিপতি বাড়ুক, বাঙালি প্রোডিউসাররা একত্রিত হয়ে বড় বাজেটের সিনেমা তৈরি করুন।
ধন্যবাদান্তে,
বাংলা পক্ষ
No comments:
Post a Comment