চলন্ত গণদেবতা এক্সপ্রেসে মদ্যপ হিন্দিভাষী যুবকরা নোংরামি ও গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করেন এমানুল হক, যিনি বাঙালির অধিকার আদায়ের সংগঠন বাংলা পক্ষর পূর্ব বর্ধমান জেলার প্রধান। প্রতিবাদ করায় খুনের হুমকি দেওয়া হয় এনামুল হককে। বাঙালি বলে বীভৎস গালিগালাজও করা হয়। ভিডিও প্রকাশ্যে আসতেই ফেসবুকে তোলপাড়। প্রতিবাদে মুখর বাঙালি, বাংলা পক্ষ রেলের অফিসে বিক্ষোভ দেখানোর কথা জানিয়েছে। এনামুল হকের অভিযোগের ভিত্তিতে রামপুরহাটে অভিযুক্ত যুবকদের ট্রেন থেকে নামায় আরপিএফ।
লাইভ ভিডিওর লিংক
https://m.facebook.com/story.php?story_fbid=1520998161383218&id=100004191467277
ট্রেনে হিন্দি-উর্দুভাষীদের বিরুদ্ধে বারবারই এই অভিযোগ ওঠে, ট্রেনয়াত্রী প্রায় প্রত্যেকেই এই ধরণের ঘটনার সাক্ষী ।বারবার হেনস্থা করা হয় বাঙালি নারী ও পুরুষদের। রেলের সুরক্ষা নিয়েও উঠছে প্রশ্ন। বারবার শ্লীলতাহানীর শিকার হোন বাঙালি মহিলারা, বাঙালিদের মারধোরের অভিযোগও ওঠে।
(ছবিতে মহিলার পাশের ব্যক্তি প্রতিবাদী এমানুল হক)
-নিজস্ব সংবাদদাতা, বাংলার চোখ
লাইভ ভিডিওর লিংক
https://m.facebook.com/story.php?story_fbid=1520998161383218&id=100004191467277
ট্রেনে হিন্দি-উর্দুভাষীদের বিরুদ্ধে বারবারই এই অভিযোগ ওঠে, ট্রেনয়াত্রী প্রায় প্রত্যেকেই এই ধরণের ঘটনার সাক্ষী ।বারবার হেনস্থা করা হয় বাঙালি নারী ও পুরুষদের। রেলের সুরক্ষা নিয়েও উঠছে প্রশ্ন। বারবার শ্লীলতাহানীর শিকার হোন বাঙালি মহিলারা, বাঙালিদের মারধোরের অভিযোগও ওঠে।
(ছবিতে মহিলার পাশের ব্যক্তি প্রতিবাদী এমানুল হক)
-নিজস্ব সংবাদদাতা, বাংলার চোখ
No comments:
Post a Comment