ঘটনার শুরু ২০১৯ সালের ১৫ ই আগষ্ট, প্যান্টালুন্সের ভিতরে দেশাত্মবোধক গান চালানোর কথা বলে বাঙালি কর্মী মনোজ বাঙালি, বাড়ি সিঙ্গুরে৷ তার সাথে বচসা হয় কতৃপক্ষের, সাসপেন্ড করা হয় তাকে। তারপর নানা কারণে দফায় দফায় বাঙালি কর্মীদের ছাঁটাই চলতে থাকে। প্রতিবাদে ৬ দিন আগে ক্যামাকস্ট্রীটে প্যান্টালুন্সের মধ্যেই ধর্নায় বসে কর্মীরা৷ সেই অপরাধে আরও ১৪ জনকে গতকাল সাসপেন্ড করা হয়।
সাসপেন্ড হওয়া কর্মীদের ২৭ জনের মধ্যে ২৩ জন বাঙালি বলে অভিযোগ। বাঙালি কর্মীদের নানা সময় হেনস্থা করা হয় বলে অভিযোগ। কতৃপক্ষের তরফে এই ছাঁটাইয়ের দুই মাস্টারমাইন্ডের একজন ভিশাল সিনহা। ধর্নায় অংশ নিয়েছে শতাধিক কর্মী। নানা ভাবে কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। পুলিসি অসহযোগিতার অভিযোগও শোনা যাচ্ছে।
আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে বাঙালির অধিকার আদায়ের সংগঠন বাংলা পক্ষ। সংগঠনের দাবী বাঙালি বিদ্বেষী প্যান্টালুন্স দ্রুত কর্মীদের কাজে পুনর্বহাল করুন, নাহলে আন্দোলন তীব্র আকার নেবে।
নিজস্ব সংবাদদাতা, বাংলার চোখ
সাসপেন্ড হওয়া কর্মীদের ২৭ জনের মধ্যে ২৩ জন বাঙালি বলে অভিযোগ। বাঙালি কর্মীদের নানা সময় হেনস্থা করা হয় বলে অভিযোগ। কতৃপক্ষের তরফে এই ছাঁটাইয়ের দুই মাস্টারমাইন্ডের একজন ভিশাল সিনহা। ধর্নায় অংশ নিয়েছে শতাধিক কর্মী। নানা ভাবে কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। পুলিসি অসহযোগিতার অভিযোগও শোনা যাচ্ছে।
আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে বাঙালির অধিকার আদায়ের সংগঠন বাংলা পক্ষ। সংগঠনের দাবী বাঙালি বিদ্বেষী প্যান্টালুন্স দ্রুত কর্মীদের কাজে পুনর্বহাল করুন, নাহলে আন্দোলন তীব্র আকার নেবে।
নিজস্ব সংবাদদাতা, বাংলার চোখ
বিজেপির বাংলায় আগমন বাংলা ভাষা বাঙালিকে লাটে তুলে দেবার জন্যে ! বাংলা পক্ষকে জানাই প্রণাম ও সেলাম !
ReplyDelete