উত্তরপ্রদেশের মতো বাংলাতেও যারা নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলন করছে তাদের গুলি করে মারার হকি দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এতে গোটা বাংলা তথা ভারত জুড়ে বিতর্কের ঝড় বইছে। কিভাবে দিলীপ ঘোষ প্রতিবাদীদের গুলি করার কথা বলতে পারেন? তাঁকে গ্রেফতার করা জরুরী, মত অধিকাংশের।
এই বিতর্ক থামতে না থামতেই আবারও বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের। 'বাংলা দেশদ্রোহীদের
বারবার বাঙালি বিরোধী কার্যকলাপ ও মন্তব্যের জেরে বাঙালির থেকে ক্রমশ দূরে সরছে বিজেপি- মত রাজনৈতিক মহলের। প্রতিদিন বিজেপির বাঙালি বিরোধী চরিত্র প্রকট হচ্ছে।
-নিজস্ব সংবাদদাতা, বাংলার চোখ
এই বিতর্ক থামতে না থামতেই আবারও বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের। 'বাংলা দেশদ্রোহীদের
গড়' বলে তোপ দাগলেন দিলীপ ঘোষ। তার মানে বাঙালিরা দেশদ্রোহী? বাঙালির রক্তে স্বাধীন হয়েছে ভারত। আর এস এস স্বাধীনতা আন্দোলনে অংশ নেয়নি, নানা ক্ষেত্রে ব্রিটিশের দালালি করেছে। সেই আর এস এসের সদস্য, বিজেপির রাজ্য সভাপতি কিভাবে বাঙালিকে 'দেশদ্রোহী' বলেন? ক্ষোভে ফুঁসছে বাঙালি।
বারবার বাঙালি বিরোধী কার্যকলাপ ও মন্তব্যের জেরে বাঙালির থেকে ক্রমশ দূরে সরছে বিজেপি- মত রাজনৈতিক মহলের। প্রতিদিন বিজেপির বাঙালি বিরোধী চরিত্র প্রকট হচ্ছে।
-নিজস্ব সংবাদদাতা, বাংলার চোখ
No comments:
Post a Comment