নিউ ব্যারাকপুরের বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লেনিনগড় অটোস্টান্ডের সামনে রয়েছে তৃণমূলের কার্যালয় । তার সামনে রয়েছে বীর বিপ্লবী মাতঙ্গিনী হাজরার একটি প্রতিমূর্তি । তৃণমূলের কার্যালয় রয়েছে নামকরণ করা হয়েছে মাতঙ্গিনী হাজরার নামে মাতঙ্গিনী ভবন। ৬ সেপ্টেম্বর মাতঙ্গিনী হাজরার ওই প্রতিমূর্তিটি রাতের অন্ধকারে ভাঙা হয়েছে । এই ঘটনায় অভিযুক্ত বিজেপি । এলাকার মানুষের দাবি বিজেপি এর বাঙালি বিরোধী গুন্ডারা এই কাজ করেছে । তারই প্রতিবাদ জানায় সাধারণ মানুষ । এই নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে | ক্ষুব্ধ সাধারণ মানুষ এবং বাঙালিরা |


No comments:
Post a Comment