গতকাল ছিল ২৬ শে সেপ্টেম্বর, বিদ্যসাগরের জন্মদিন৷ এবার জন্ম দ্বিশত বার্ষিকীও ছিল। বিদ্যসাগরের জন্মদিনকে 'বাংলার জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালন করল বাংলা পক্ষ।
সংগঠনের দাবি, বিদ্যাসাগর আজ আক্রান্ত, তাঁর মূর্তি আক্রান্ত, আক্রান্ত তাঁর আদর্শও। বিদ্যসাগর প্রাপ্য সম্মান পায়নি ভারত রাষ্ট্রের কাছে৷ বাংলা পক্ষ বিদ্যসাগরের জন্মদিনকে ভারতের রাষ্ট্রীয় শিক্ষক দিবস হিসাবে দেখতে চায়। বাঙালির কর্তব্য বিদ্যসাগরকে সকলের সামনে আবারও তুলে ধরা এবং তাঁকে প্রাপ্য সম্মান দেওয়া, কারণ তিনি বাঙালি জাতিকে 'বর্ণ পরিচয়' দিয়েছেন।
গতকাল বাংলা পক্ষ জেলায় জেলায় একজন করে অসাধারণ শিক্ষক/শিক্ষিকাকে 'বিদ্যাসাগর জাতীয় শিক্ষক' সম্মান দিল। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, এটা আমরা নির্মান করছি, বাঙালির ইতিহাসের পুনঃনির্মাণ।
-নিজস্ব সংবাদদাতা, বাংলার চোখ
সংগঠনের দাবি, বিদ্যাসাগর আজ আক্রান্ত, তাঁর মূর্তি আক্রান্ত, আক্রান্ত তাঁর আদর্শও। বিদ্যসাগর প্রাপ্য সম্মান পায়নি ভারত রাষ্ট্রের কাছে৷ বাংলা পক্ষ বিদ্যসাগরের জন্মদিনকে ভারতের রাষ্ট্রীয় শিক্ষক দিবস হিসাবে দেখতে চায়। বাঙালির কর্তব্য বিদ্যসাগরকে সকলের সামনে আবারও তুলে ধরা এবং তাঁকে প্রাপ্য সম্মান দেওয়া, কারণ তিনি বাঙালি জাতিকে 'বর্ণ পরিচয়' দিয়েছেন।
গতকাল বাংলা পক্ষ জেলায় জেলায় একজন করে অসাধারণ শিক্ষক/শিক্ষিকাকে 'বিদ্যাসাগর জাতীয় শিক্ষক' সম্মান দিল। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, এটা আমরা নির্মান করছি, বাঙালির ইতিহাসের পুনঃনির্মাণ।
-নিজস্ব সংবাদদাতা, বাংলার চোখ
No comments:
Post a Comment