নীলরতন সরকার মেডিকেল কলেজে কিছু দিন আগেই ডাক্তার নিগ্রহের ঘটনায় গোটা দেশে প্রতিবাদের ঢল নেমেছিল, সেই নীলরতন সরকার মেডিকেল কলেজে আজ আক্রান্ত আমাদের ফার্মাসিস্ট সাথী আক্রান্ত জুনিয়র ডাক্তারের হাতে। সূত্রের খবর আজ দুপুরে ওপিডি ফার্মাসি তে হাজির হন দ্বিতীয় বর্ষের বিহারি জুনিয়র পিজিটি রবি কুমার । সার্জারি ইউনিট-2 এ এসে কর্তব্যরত ফার্মাসিস্ট জয়দেব কুন্ডুর কাছে ডায়াবেটিস এর মেডিসিন লিসপ্রমিক্স চান । ফার্মাসিস্ট প্রেসক্রিপশন চাইলে রবি কুমার ফার্মাসিস্ট কে বিনা প্রেসক্রিপশন এই মেডিসিন দিতে বলেন। তা অস্বীকার করায়, ফার্মাসিস্ট জয়দেব কুন্ডুর সাথে কথা কাটাকাটি শুরু হয়, এবং রবি কুমার ফার্মাসিস্ট জয়দেব কুন্ডু কে ধরে মারতে থাকেন, বর্তমানে ফার্মাসিস্ট জয়দেব কুন্ডু ঘাড়ে এবং মাথায় চোট পেয়ে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এ ভর্তি।
(আক্রান্ত জয়দেব কুন্ডুর ছবি, সামাজিক মাধ্যম থেকে পাওয়া)
সকল ফার্মাসিস্ট দের পক্ষ থেকে দাবি উঠেছে অবিলম্বে নিগ্রহকারী জুনিয়র ডাক্তার রবি কুমার কে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং যথোপযুক্ত শাস্তি দিতে হবে।
প্রশ্ন উঠছে বিহারি ছাত্ররা কিভাবে বাংলার মাটিতে দাঁড়িয়ে বাঙালিকে আক্রমণ করতে পারে ?
(আক্রান্ত জয়দেব কুন্ডুর ছবি, সামাজিক মাধ্যম থেকে পাওয়া)
সকল ফার্মাসিস্ট দের পক্ষ থেকে দাবি উঠেছে অবিলম্বে নিগ্রহকারী জুনিয়র ডাক্তার রবি কুমার কে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং যথোপযুক্ত শাস্তি দিতে হবে।
প্রশ্ন উঠছে বিহারি ছাত্ররা কিভাবে বাংলার মাটিতে দাঁড়িয়ে বাঙালিকে আক্রমণ করতে পারে ?
No comments:
Post a Comment