আজ নদীয়া বাংলা পক্ষর রানাঘাট শাখার শুভ সূচনা হলো এনআরসি বিরোধী পথসভা দিয়ে। অঞ্চলে এই সভা নিয়ে উৎসাহ ছিল চোখে পড়ার মতন। স্বতঃস্ফূর্ত ভাবে অনেকে এগিয়ে এসে এই সভা সফল করেছে। আগামী দিনে একাধিক কর্মসূচি নিতে চলেছে এই রানাঘাট সংগঠন।
এন আর সি র মাধ্যমে আসামে প্রায় ১৭ লক্ষ বাঙালি রাষ্ট্রহীন। গত ৩১ শে আগস্ট এন আর সি র ফাইনাল তালিকা প্রকাশিত হয়েছে। আসামের বাঙালি ঐতিহাসিক সংকটে। এন আর সি কে কেন্দ্র করে প্রায় ৫৮ জন বাঙালি আত্মহত্যা করেছে। বাংলায় এন আর সি করার জন্য গলা চড়াচ্ছে বিজেপি।
গত দেড় বছরে বাংলায় এন আর সি বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছে বাঙালির অধিকার আদায়ের সংগঠন বাংলা পক্ষ। সভার অন্যতম উদ্যোক্তা সিদ্ধব্রত দাস বলেন, 'আমরা ভোট চাইতে আসিনি। এসেছি বাঙালির অধিকার আদায় করতে৷ তাই যে দলই করুন, বাঙালির পক্ষে দাঁড়ান৷' তিনি এন আর সি বিরোধী লড়াইয়ে সকলকে ডাক দেন, হুঁশিয়ারী দেন বাঙালি বিরোধীদেরও৷ বাংলা পক্ষর গর্গ চট্টোপাধ্যায় বলেন, 'এন আর সি আসলেই বাঙালি বিরোধী। হুগলি বাংলা পক্ষ লড়াইয়ে আছে।" তিনি নানা পরিসংখ্যানও তুলে ধরেন।
সভায় উপস্থিত সকলেই তোপ দাগেন এন আর সি র পক্ষে থাকা বাঙালি বিরোধী শক্তির বিরুদ্ধে। বাংলা ব্যাপী লড়াইয়ে থাকবে বাংলা পক্ষ, জানান কৌশিক মাইতি। 'আগামীতে লড়াই আরও তীব্রতর হবে, এন আর সি কে ধ্বংস করবে বাংলা পক্ষ'- বলেন তিনি৷ সেজন্য বাঙালিকে ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে এগিয়ে আসার কথা বলেন তিনি।
এন আর সি র মাধ্যমে আসামে প্রায় ১৭ লক্ষ বাঙালি রাষ্ট্রহীন। গত ৩১ শে আগস্ট এন আর সি র ফাইনাল তালিকা প্রকাশিত হয়েছে। আসামের বাঙালি ঐতিহাসিক সংকটে। এন আর সি কে কেন্দ্র করে প্রায় ৫৮ জন বাঙালি আত্মহত্যা করেছে। বাংলায় এন আর সি করার জন্য গলা চড়াচ্ছে বিজেপি।
গত দেড় বছরে বাংলায় এন আর সি বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছে বাঙালির অধিকার আদায়ের সংগঠন বাংলা পক্ষ। সভার অন্যতম উদ্যোক্তা সিদ্ধব্রত দাস বলেন, 'আমরা ভোট চাইতে আসিনি। এসেছি বাঙালির অধিকার আদায় করতে৷ তাই যে দলই করুন, বাঙালির পক্ষে দাঁড়ান৷' তিনি এন আর সি বিরোধী লড়াইয়ে সকলকে ডাক দেন, হুঁশিয়ারী দেন বাঙালি বিরোধীদেরও৷ বাংলা পক্ষর গর্গ চট্টোপাধ্যায় বলেন, 'এন আর সি আসলেই বাঙালি বিরোধী। হুগলি বাংলা পক্ষ লড়াইয়ে আছে।" তিনি নানা পরিসংখ্যানও তুলে ধরেন।
সভায় উপস্থিত সকলেই তোপ দাগেন এন আর সি র পক্ষে থাকা বাঙালি বিরোধী শক্তির বিরুদ্ধে। বাংলা ব্যাপী লড়াইয়ে থাকবে বাংলা পক্ষ, জানান কৌশিক মাইতি। 'আগামীতে লড়াই আরও তীব্রতর হবে, এন আর সি কে ধ্বংস করবে বাংলা পক্ষ'- বলেন তিনি৷ সেজন্য বাঙালিকে ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে এগিয়ে আসার কথা বলেন তিনি।
No comments:
Post a Comment