রবীন্দ্র সরোবর অর্থাৎ ঢাকুরিয়া লেকে বন্ধ হতে চলেছে সব ধরনের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান। এই নিয়ে দীর্ঘদিন ধরেই আইনি লড়াই চলছিল । অবশেষে রায় দিল ন্যাশনাল গ্রীন বেঞ্চ । তাদের নির্দেশ জলাশয়-সহ প্রায় ১৯২ একর জায়গা জুড়ে থাকা রবীন্দ্র সরোবরের স্বাভাবিক, প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে সব রকমের ব্যবস্থা নিতে হবে রাজ্যকে। আগামীদিনে যাবতীয় ধর্মীয় আচার-অনুষ্ঠান করতে হবে পূর্ব কলকাতার নোনাডাঙা এবং দক্ষিণ কলকাতার পাটুলিতে। এই দুই জায়গায় তৈরি হচ্ছে নতুন ঘাট। কেএমডির পক্ষ থেকে প্রচার করা হচ্ছে রবীন্দ্র সরোবরের বদলে এবার থেকে সবাই যেন ওই দু’টি জলাশয় ব্যবহার করেন। ছটপুজো-সহ অন্যন্য অনুষ্ঠান তাই এখানে আর করা যাবে না। প্রসঙ্গত উল্লেখ্য যে বিহারীরা গত বছর ছট পুজোয় ব্যবহার করেছিল রবীন্দ্র সরোবর । নষ্ট করেছিল লেকের পরিবেশ । ক্ষতি হয়েছিল গাছপালা এবং সরোবরের মাছ, পাখিদের, হয়েছিল জলদূষণ ও পরিবেশদূষণ। এ ব্যাপারে সোচ্চার হয়েছিল পরিবেশবিদরা এবং বাঙালি সংগঠন বাংলা পক্ষ।
এই সিদ্ধান্তে পরিবেশবিদরা খুব খুশি, বাঙালি খুশি, খুশি বাঙালি সংগঠনগুলো | বাংলাপক্ষের তরফে গর্গ চট্টোপাধ্যায় বলেছেন "আমরা চাই পরিবেশ রক্ষা হোক৷ বহিরাগতরা ছটপুজোর নামে রবীন্দ্র সরোবরে যে তান্ডব করে, তা চিরতরে বন্ধ হওয়া উচিত৷ এই সিদ্ধান্তে বাংলা পক্ষ খুশি৷ পরিবেশ বাঁচাতে আমাদের নজরদারি চলবে। এই সিদ্ধান্ত কার্যকর হবে, এই আশা রাখি।"
-নিজস্ব সংবাদদাতা, বাংলার চোখ
No comments:
Post a Comment