নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবার মুখ পোড়াল বিজেপি এবং তাদের নেতা অরুন জেটলি |
ট্যুইট করে বিজেপির তরফে লেখা হয়েছে, মহান স্বাধীনতা সংগ্রামী এবং আজাদ হিন্দ ফৌজের সুপ্রিম কম্যান্ডার নেতাজি সুভাষ চন্দ্র বসুর মৃত্যুতিথিতে তাঁকে কোটি কোটি প্রণাম। স্বাধীনতা দেখার জন্য নেতাজি জীবিত ছিলেন না ।
এই পোস্টদুটির পরপরই বহু মানুষ গুজরাট বিজেপির সমালোচনা করেছেন। বহু বাঙালি ক্ষুব্ধ হয়েছেন । অনেকেই লিখেছেন, সুভাষচন্দ্র বসুকে নিয়ে 'র' কিংবা 'আইবি'-র রিপোর্ট কেন প্রকাশ করছে না সরকার?
১৯৪৫ সালের ১৮ অগষ্ট। তাইওয়ানের তাইহোকু বিমাবন্দরে বিমানে ওঠার আগে শেষবার দেখা গিয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে। ব্যস, তারপর থেকে আর কোনও খোঁজ পাওয়া যায়নি তাঁর। বহু বিতর্ক, বহু দাবি নিয়ে বারবার আলোড়ন উঠেছে। কিন্তু নিখোঁজ রহস্য থেকে গিয়েছে সাধারণের চোখের আড়ালেই। কিন্তু প্রমাণ ছাড়াই যেভাবে আজকের দিনটিকেই নেতাজির মৃত্যুদিবস হিসেবে ঘোষণা করে দিল গুজরাট বিজেপি, তাতে অনেকেই সমালোচনায় সরব হয়েছেন।
ট্যুইট করে বিজেপির তরফে লেখা হয়েছে, মহান স্বাধীনতা সংগ্রামী এবং আজাদ হিন্দ ফৌজের সুপ্রিম কম্যান্ডার নেতাজি সুভাষ চন্দ্র বসুর মৃত্যুতিথিতে তাঁকে কোটি কোটি প্রণাম। স্বাধীনতা দেখার জন্য নেতাজি জীবিত ছিলেন না ।
এই পোস্টদুটির পরপরই বহু মানুষ গুজরাট বিজেপির সমালোচনা করেছেন। বহু বাঙালি ক্ষুব্ধ হয়েছেন । অনেকেই লিখেছেন, সুভাষচন্দ্র বসুকে নিয়ে 'র' কিংবা 'আইবি'-র রিপোর্ট কেন প্রকাশ করছে না সরকার?
১৯৪৫ সালের ১৮ অগষ্ট। তাইওয়ানের তাইহোকু বিমাবন্দরে বিমানে ওঠার আগে শেষবার দেখা গিয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে। ব্যস, তারপর থেকে আর কোনও খোঁজ পাওয়া যায়নি তাঁর। বহু বিতর্ক, বহু দাবি নিয়ে বারবার আলোড়ন উঠেছে। কিন্তু নিখোঁজ রহস্য থেকে গিয়েছে সাধারণের চোখের আড়ালেই। কিন্তু প্রমাণ ছাড়াই যেভাবে আজকের দিনটিকেই নেতাজির মৃত্যুদিবস হিসেবে ঘোষণা করে দিল গুজরাট বিজেপি, তাতে অনেকেই সমালোচনায় সরব হয়েছেন।
No comments:
Post a Comment