ভারতবর্ষে বহু বিখ্যাত লেখক, সাহিত্যিক জন্মগ্রহণ করেছেন | কিন্তু আজ অবধি ভারতবর্ষ থেকে কেবলমাত্র একজন সাহিত্যিক নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন| তিনি বাংলা ও বাঙালির গর্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর| তিনি ভারতবর্ষের গর্ব | তিনি অসীম | তাঁর সাহিত্য আজও সকলকে মুগ্ধ করে| তিনি বাঙালিয়ানার শেষ কথা | আজ ২২ শে শ্রাবণ, কবিগুরুর প্রয়াণদিবস |
আজও কলকাতার সব এফএম স্টেশনে আজ হিন্দি গান বাজছে। কোথাও কোনও রবীন্দ্রসংগীতের জায়গা হয়নি | এই ঘটনায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে | অনেকেই এই ঘটনার তীব্র বিরোধিতা করেছেন | কবিগুরুর প্রয়াণদিবসে কেন এফ এম স্টেশনে রবীন্দ্রসংগীতের স্থান হল না , উঠছে প্রশ্ন |
No comments:
Post a Comment