শুক্রবার ঘোষণা হল ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের। বাংলায় সেরা ছবির পুরস্কার জিতল সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘এক যে ছিল রাজা’। ‘তারিখ’-এ সংলাপের জন্য সেরার পুরস্কার ছিনিয়ে নিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। বিশেষ জ্যুরি বিভাগে পুরস্কার পেল ইন্দ্রদীপ দাশগুপ্তর ‘কেদারা’।
জাতীয় পুরস্কার সৃজিত মুখোপাধ্যায়ের ঝুলিতে নতুন কিছু নয়। সৃজিতের ‘জাতিস্মর’ ছবিটি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়, ২০১৪ সালে। সেরা সঙ্গীত পরিচালনা, সেরা প্লেব্যাক (পুরুষ), সেরা মেকআপ এবং সেরা কস্টিউম ডিজাইনার বিভাগেও সম্মানিত হয়েছিল এই ছবি। এর পরের বছরই ‘চতুষ্কোণ’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছিলেন সৃজিত, সঙ্গে সেরা সিনেমাটোগ্রাফি এবং সেরা অরিজিনাল স্ক্রিনপ্লে। চূর্ণী পরিচালিত ছবি ‘নির্বাসিত’-র মুকুটে এর আগে জুড়েছে জাতীয় পুরস্কারের পালক, সেও ওই ২০১৪ সালেই।
জাতীয় পুরস্কার সৃজিত মুখোপাধ্যায়ের ঝুলিতে নতুন কিছু নয়। সৃজিতের ‘জাতিস্মর’ ছবিটি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়, ২০১৪ সালে। সেরা সঙ্গীত পরিচালনা, সেরা প্লেব্যাক (পুরুষ), সেরা মেকআপ এবং সেরা কস্টিউম ডিজাইনার বিভাগেও সম্মানিত হয়েছিল এই ছবি। এর পরের বছরই ‘চতুষ্কোণ’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছিলেন সৃজিত, সঙ্গে সেরা সিনেমাটোগ্রাফি এবং সেরা অরিজিনাল স্ক্রিনপ্লে। চূর্ণী পরিচালিত ছবি ‘নির্বাসিত’-র মুকুটে এর আগে জুড়েছে জাতীয় পুরস্কারের পালক, সেও ওই ২০১৪ সালেই।
No comments:
Post a Comment