কল্যানীর অত্যন্ত রুচিশীল বাঙালিদের দ্বারা পরিচালিত একটি পূজো এই প্রথম আঘাত প্রাপ্ত হিন্দি সাম্রাজ্যবাদীদের দ্বারা। আক্রান্ত কল্যাণীর সেন্ট্রাল পার্কের দুর্গাপূজা| কল্যাণীর সবচেয়ে পুরোনো ৬৪ তম বছরের দুর্গাপুজো সেন্ট্রাল পার্ক এর পুজো করতে গিয়ে এই বছর অদ্ভুত অভিজ্ঞতা হচ্ছে। যে পুজোয় কোন রাজনৈতিক রং নেই, হঠাৎ করে সেই পুজোতে কিছু বহিরাগত হিন্দুস্তানীরা দখল নেওয়ার চেষ্টা করছে বিজেপির নাম নিয়ে। বয়স্ক সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে। ডেকোরেটরকেও প্যান্ডেল করতে বাধা দেওয়া হচ্ছে। ভয় দেখানো হচ্ছে।
কল্যাণীবাসী হিসেবে অনেকেই এর প্রতিবাদ করছি । তাদের দাবি সেন্ট্রাল পার্ক এর পূজা অরাজনৈতিক ছিল, আছে, থাকবে | এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে , ক্ষুব্ধ বাঙালিরা |
কল্যাণীবাসী হিসেবে অনেকেই এর প্রতিবাদ করছি । তাদের দাবি সেন্ট্রাল পার্ক এর পূজা অরাজনৈতিক ছিল, আছে, থাকবে | এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে , ক্ষুব্ধ বাঙালিরা |
No comments:
Post a Comment