রাজ্যের তরফ থেকে মাত্র ১ টাকায় ৫০ একর জমি দেওয়া হয়েছে উইপ্রোকে। এর ফলে ১০ হাজার যুবক-যুবতী কাজ পাবে।
মুখ্যমন্ত্রীর আরও ঘোষণা, 'মাইক্রোসফটও আসছে। রাজ্যে ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি করবে তারা। প্রজেক্ট সঙ্গম ও প্রজেক্ট ই-ওয়েব মূলত জনকল্যাণমূলক। ৬ লক্ষ তাঁতিকে সংযুক্ত করবে তারা। ২৫ শতাংশ আয় বাড়বে তাঁদের। নদিয়ায় থেকে কাজ শুরু করবে মাইক্রোসফট।'
No comments:
Post a Comment