বাইরের রাজ্য থেকে আমদানি করা সরষের তেল, সোয়াবিন তেল আমরা প্রত্যেকেই বাড়িতে ব্যবহার করি | কিন্তু এই তেল ব্যবহারের ফলে বাঙালিদের বিভিন্ন শারীরিক সমস্যা বাড়ছে | এই তথ্য উঠে এল বিজ্ঞানীদের সমীক্ষায় | তাদের মত এইসব তেলে কিছু ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, যার ফলে বাঙালিদের যৌন সমস্যা, শারীরিক সমস্যা বৃদ্ধি পাচ্ছে | গবেষকদের মতে এভাবে সমস্যা বাড়বে, হীনমন্যতায় ভুগবে যুবসমাজ, অশান্তি বাড়বে সংসারে। এছাড়াও বৃদ্ধি পাচ্ছে পেটব্যথা, মাথা ব্যথা | এইসব রাসায়নিকের স্বাস্থ্যের উপর সুদূরপ্রসারী প্রভাব আছে এমনটাও দাবি করেছেন এই গবেষকরা | এই গবেষকদের মত রান্নার তেলের প্যাকেটে যে প্লাষ্টিক ব্যবহৃত হয় সেগুলিও শরীরের পক্ষে খুবই ক্ষতিকর | ভিন রাজ্য থেকে কন্টেনারে নিয়ে আসা তেলেই সমস্যা বেশি। এই গবেষণায় চাঞ্চল্য তৈরী হয়েছে | যদিও গবেষকরা বলেছেন এই সম্পর্কিত আরও বেশ কিছু পরীক্ষা বাকি আছে | তেল থেকে যৌন সমস্যার কথা শুনে আতঙ্কে ভুগবেন অনেকেই, তাই গবেষকরা নিশ্চিত হতে চাইছেন।
Post Top Ad
Saturday, August 24, 2019
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment