রাজ্যে হিন্দিভাষীদের জন্যে হিন্দি বিশ্ববিদ্যালয় তৈরি করতে চলেছে রাজ্য সরকার।যার মূল উদ্দেশ্য রাজ্যের হিন্দিভাষী বাসিন্দাদের শিক্ষার প্রসার । শিক্ষা দপ্তর সূত্রে খবর, নতুন বিশ্ববিদ্যালয়ে হিন্দি ভাষার বিভিন্ন শাখা এবং হিন্দি সাহিত্যের পূর্ণাঙ্গ চর্চাকেন্দ্র হিসাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
আগামী ২৬ আগস্ট থেকে শুরু হবে রাজ্য বিধানসভার অধিবেশন। সেখানে হিন্দি বিশ্ববিদ্যালয় তৈরি সংক্রান্ত একটি বিল আসার কথা। যার নাম ‘দ্য হিন্দি ইউনিভার্সিটি ওয়েস্টবেঙ্গল বিল ২০১৯’।হাওড়ার শিবপুর এলাকায় এই হিন্দি বিশ্ববিদ্যালয় স্থাপন করার পরিকল্পনা রয়েছে ।
কিন্তু এই ঘটনায় ক্ষুব্ধ বাঙালিরা । তাদের মতে রাজ্য সরকারের এই পদক্ষেপ বাংলাকে পূর্ব বিহার করার চক্রান্ত | প্রশ্ন উঠছে বাঙালি আজ নিজের মাটিতে যাদের জন্যে কোণঠাসা তাদের জন্যে কেন আমরা হিন্দি বিশ্ববিদ্যালয় বানাচ্ছি ? অনেকেই বলছেন এর বিপরীত ঘটনাটি হওয়া সম্ভব কিনা | মানে বিহারে বাংলা বিশ্ববিদ্যালয় সম্ভব কি?
No comments:
Post a Comment