বিজেপি সরকার কাশ্মীর ও লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার পর থেকেই আবার জোরাল হতে শুরু করেছিল পৃথক গোর্খাল্যান্ড-এর দাবি। তলায় তলায় এই দাবিতে
জোট বেঁধে ফেলেছেপাহাড়ের বেশিরভাগ দলই। এবার সেই দাবি নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু সিং বিস্ত।
অমিত শাহকে দেওয়া চিঠিতে সাংসদ স্পষ্টই লিখেছেন, পশ্চিমবঙ্গে থেকে বিচ্ছিন্ন করে দার্জিলিংকে কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা করা হোক। জারি করা হোক কাশ্মীরের মতো ৩৭০
ধারা। এমনকী বাংলার পুলিশের হাত থেকে ক্ষমতা কেড়ে নিরাপত্তার দায়িত্ব তুল দেওয়া হোক দিল্লি পুলিশের হাতে। তাঁর চিঠিতে দার্জিলিং কে তিনি 'গোর্খাল্যান্ড' বলে উল্লেখ করেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরে জানান, কেন্দ্রীয় সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। এর আগে অমিত শাহর সঙ্গে আলাদা সাক্ষাৎ করেও একই দাবি করেছিলেন রাজু সিং বিস্ত। সেখানে সাংসদকে আশ্বস্তই করেছিলেন অমিত শাহ।
বাংলা কি ফের ভাঙনের পথে ? বিজেপি সাংসদের এই চিঠি এই প্রশ্নেরই জন্ম দিচ্ছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরে জানান, কেন্দ্রীয় সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। এর আগে অমিত শাহর সঙ্গে আলাদা সাক্ষাৎ করেও একই দাবি করেছিলেন রাজু সিং বিস্ত। সেখানে সাংসদকে আশ্বস্তই করেছিলেন অমিত শাহ।
বাংলা কি ফের ভাঙনের পথে ? বিজেপি সাংসদের এই চিঠি এই প্রশ্নেরই জন্ম দিচ্ছে।
No comments:
Post a Comment