চাঁদের পথে চন্দ্রযান। আজ দুপুর ২.৪৩ মিনিটে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা দিল ভারতে তৈরি চন্দ্রযান–২। ইসরো সূত্রে খবর, ১০০০ কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ ভারতীয় পদ্ধতিতে তৈরি চন্দ্রযান–২ চাঁদের দক্ষিণ মেরুর প্রান্তে নামবে সেপ্টেম্বরের ৬–৭ তারিখের মধ্যে। এটিই প্রথম মহাকাশযান যা চাঁদের পাথুরে অসমতল দক্ষিণপ্রান্তে ‘সফ্ট’ ল্যান্ডিং করবে।
ইসরো জানিয়েছে, তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে এই চন্দ্রযানকে। এটিকে চাঁদের মাটিতে নামাতে সাহায্য করবে ‘বিক্রম’ নামে একটি ল্যান্ডার। চাঁদের কক্ষপথে ঘোরার জন্য একটি স্যাটেলাইট বা বলা ভালো কৃত্রিম উপগ্রহ রয়েছে। চাঁদের মাটিতে জল ও অন্যান্য খনিজ পদার্থের সন্ধান চালানোর জন্যই এই চন্দ্রযান–২ তৈরি করা হয়েছে। আর সেই সন্ধানকার্য চালাবে ‘প্রজ্ঞান’ নামে একটি রোভার। এই চন্দ্রযানের বাহকও অত্যন্ত শক্তিশালী, সর্বাধুনিক ‘জিএসএলভি-মার্ক-৩’। সব মিলিয়ে চন্দ্রযানের তিনটি অংশ এবং মূল মহাকাশযানের ওজন প্রায় ৩৮৫০ কেজি। দক্ষিণ মেরুতে সূর্যের আলো থাকতে থাকতেই কাজ শুরু দেবে চন্দ্রযানের রোভার ‘প্রজ্ঞান’।
ইসরো জানিয়েছে, তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে এই চন্দ্রযানকে। এটিকে চাঁদের মাটিতে নামাতে সাহায্য করবে ‘বিক্রম’ নামে একটি ল্যান্ডার। চাঁদের কক্ষপথে ঘোরার জন্য একটি স্যাটেলাইট বা বলা ভালো কৃত্রিম উপগ্রহ রয়েছে। চাঁদের মাটিতে জল ও অন্যান্য খনিজ পদার্থের সন্ধান চালানোর জন্যই এই চন্দ্রযান–২ তৈরি করা হয়েছে। আর সেই সন্ধানকার্য চালাবে ‘প্রজ্ঞান’ নামে একটি রোভার। এই চন্দ্রযানের বাহকও অত্যন্ত শক্তিশালী, সর্বাধুনিক ‘জিএসএলভি-মার্ক-৩’। সব মিলিয়ে চন্দ্রযানের তিনটি অংশ এবং মূল মহাকাশযানের ওজন প্রায় ৩৮৫০ কেজি। দক্ষিণ মেরুতে সূর্যের আলো থাকতে থাকতেই কাজ শুরু দেবে চন্দ্রযানের রোভার ‘প্রজ্ঞান’।
No comments:
Post a Comment