দিল্লি যেহেতু হিন্দুস্তান রাজ্য সমষ্টির মধ্যে তাই হিন্দুস্তানী রা সমগ্র ভারতবর্ষে নিজের হিন্দি ভাষা ও উত্তরভারতীয় সংস্কৃতির আধিপত্য বিস্তারের জন্য ভারতবর্ষকে হিন্দুস্তান বলে, হিন্দি কে রাষ্ট্র ভাষা বলে অপপ্রচার করে, ভারতবর্ষকে হিন্দুস্তান বলে যেটা অন্যায় । হিন্দি কোনো রাষ্ট্র ভাষা না , ভারতবর্ষে রাষ্ট্রভাষা কোনোদিনই ছিল না ।
এমনকি হিন্দিবাদী বলিউডেও "হিন্দুস্তান কি কসম" "সাড়ে যাহা সে আচ্ছা হিন্দুস্তান হামরা" এই সব হিন্দি গান কেবলই হিন্দুস্তানের জয়ের গান এ সব সমগ্র ভারতবর্ষের জয়ের নয় । হিন্দুস্তান আর ভারতবর্ষ নাম এক না । হিন্দুস্তান হিন্দি ভাষী রাজ্য সমষ্টি (দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড, রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ) নিয়ে শুধু ।
হিন্দিদের/হিন্দুস্তানীদের এই রূপ হিন্দি আগ্রাসন ও ভারতবর্ষকে নিজের বাপের ভাবা এটা অন্যায় ।
ভারতবর্ষ নানা ভাষা নানা জাতির সমষ্টি কাজেই ভারতবর্ষকে হিন্দুস্তান বলা মুর্খামি ছাড়া আর কিছুই নয়।
ভারতবর্ষ নানা ভাষা নানা জাতির সমষ্টি কাজেই ভারতবর্ষকে হিন্দুস্তান বলা মুর্খামি ছাড়া আর কিছুই নয়।
হিন্দুস্তান আর ভারতবর্ষ নাম এক না । হিন্দুস্তান হিন্দিভাষী রাজ্য সমষ্টি শুধু ।
হিন্দুস্তানিরা সর্বদা সংবিধান বিরোধী কথা বলে ভারতবর্ষকে নিজের বাপের বলে , সেটা অন্যায় । মনে রাখতে হবে এ ভারতবর্ষ মারাঠি পাঞ্জাবি বাঙালি তামিল কন্নড় ওরিয়াদেরও ।
No comments:
Post a Comment