বাঙালি ব্যবসা করে না। বাঙালি পরের গোলামী করতে ভালোবাসে। বাঙালি ঝুঁকি নেয় না। বাঙালি ১০-৫ টার চাকরিতেই শান্তি খুঁজে পায়। এর ফলে বাঙালির অর্থনৈতিক শক্তি কম। ব্যবসা না করলে জাতি এগোতে পারে না। বাংলার অর্থনৈতিক ক্ষমতা গুজরাটি-মাড়োয়াড়ি ও উর্দু মুসলমানের হাতে। বাঙালি কেরানী মাত্র। আগে বড়বাজারে অনেক বাঙালি মালিক ছিল, আজ বাঙালিকে দূরবীন দিয়ে খুঁজতে হয়।
আশার কথা, আজ কিন্তু বাঙালি যুব সমাজের কিছুটা হলেও ঘুম ভাঙছে। বাঙালি ছেলে অভিজিৎ কুন্ডু, পুঁজি খুবই কম। ভালো সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ। কিন্তু চাকরি পেয়েও, চাকরি করল না। পা রাখল ব্যবসায়। ঝুঁকি নিল। যা ব্যতিক্রমী। অনেক কষ্ট ও পরিশ্রমের পথ চলা। কিন্তু আজ সাফল্য আসছে। কোম্পানী বড় হচ্ছে। কোম্পানীর নাম TPCal Sportswear. এবার ফার্স্ট ডিভিশন ফুটবল ক্লাব 'উয়াড়ী' র স্পনসর টিপিক্যাল।
ন্যায্য মূল্যে টিশার্ট, জার্সি, ট্র্যাক সুট ইত্যাদি পেতে এই টিপিক্যালের ফেসবুক পেজে যোগাযোগ করুন। পাইকারি দরে জিনিস পত্র কিনতে পারেন আপনার ব্যবসার জন্য। ওয়েবসাইট থেকেও কিনতে পারেন।
এভাবেই এগিয়ে চলুক বাঙালির ব্যবসা। ঘরে ঘরে জন্ম নিক অভিজিৎ কুণ্ডু।
ওয়েবসাইট:
ফেসবুক পেজ:
-নিজস্ব সংবাদদাতা, বাংলার চোখ
No comments:
Post a Comment