জাপান সরকারের অন্যতম শীর্ষ সম্মান পেতে চলেছেন শিক্ষাবিদ পবিত্র সরকার। চলতি বছরের 'দ্য অর্ডার অফ দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার রেজ' শিরোপা দেওয়া হবে পবিত্রবাবুকে। বুধবার কলকাতার জাপান কনসুলেট থেকে এমনটাই জানানো হয়েছে। জাপানের সম্রাট মেইজির আমলে, ১৮৭৫ সাল থেকে দেওয়া হচ্ছে এই পুরস্কার। জাপানি সংস্কৃতি, ঐতিহ্য, সামাজিক উন্নয়ন এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়ে আসছে। জাপান সরকারের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান হিসেবে এটি বর্তমানে স্বীকৃত। প্রফেসর সরকার দীর্ঘদিন ধরে ভারত-জাপান সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন। দু'দেশের সাহিত্যেরও তিনি অন্যতম যোগসূত্র। 'ইন্দো-জাপান ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন'-এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জাপান সরকারের আমন্ত্রণে সাতবার ওদেশে গিয়েছেন পবিত্রবাবু। প্রচুর জাপানি ছাত্রকে বাংলা লিখতে ও বলতে শিখিয়েছেন। অনুবাদ করেছেন জাপানি নাটক। জাপানের টেগোর সোসাইটি চাইছিল কলকাতায় একটি জাপান চর্চার কেন্দ্র চালু করতে।তিনি বাংলা আকাদেমির সঙ্গে টেগোর সোসাইটির যোগাযোগ করিয়ে দেন। এরপর সল্টলেকে গড়ে ওঠে রবীন্দ্র ওকাকুরা ভবন। ২০০৭ সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী এসে এটি উদ্বোধন করেন। এমন নানাবিধ কারণেই হয়ত জাপান সরকার এই পুরস্কারের জন্য পবিত্র সরকারকে বিবেচনা করেছেন। আগামী সোমবার, ১৫ জুলাই কলকাতার জাপানি কনসাল জেনারেল মাসায়ুকি তাগা এই পুরস্কার পবিত্রবাবুর হাতে তুলে দেবেন।
জাপান সরকারের আমন্ত্রণে সাতবার ওদেশে গিয়েছেন পবিত্রবাবু। প্রচুর জাপানি ছাত্রকে বাংলা লিখতে ও বলতে শিখিয়েছেন। অনুবাদ করেছেন জাপানি নাটক। জাপানের টেগোর সোসাইটি চাইছিল কলকাতায় একটি জাপান চর্চার কেন্দ্র চালু করতে।তিনি বাংলা আকাদেমির সঙ্গে টেগোর সোসাইটির যোগাযোগ করিয়ে দেন। এরপর সল্টলেকে গড়ে ওঠে রবীন্দ্র ওকাকুরা ভবন। ২০০৭ সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী এসে এটি উদ্বোধন করেন। এমন নানাবিধ কারণেই হয়ত জাপান সরকার এই পুরস্কারের জন্য পবিত্র সরকারকে বিবেচনা করেছেন। আগামী সোমবার, ১৫ জুলাই কলকাতার জাপানি কনসাল জেনারেল মাসায়ুকি তাগা এই পুরস্কার পবিত্রবাবুর হাতে তুলে দেবেন।
No comments:
Post a Comment