দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিত প্রয়াত। ৮১ বছর বয়স হয়েছিল তাঁর। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে সম্প্রতি দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল শীলা দীক্ষিতকে। শনিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি। ৮১ বছর বয়স হয়েছিল তাঁর।
দিল্লির যে হাসপাতালে ভর্তি ছিলেন শীলা দীক্ষিত, সেখানকার চিকিৎসক অশোক শেঠ সংবাদমাধ্যমকে জানান, ‘‘চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন শীলা দীক্ষিত। দপুর ৩টে ১৫ মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হন তিনি। ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। সেখানেই ৩টে ৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’’
No comments:
Post a Comment