শেষ দু ওভারে বাকি ছিল ৩১ রান। জীবনে এমন ম্যাচ বহুবার হেলায় জিতিয়েছেন তিনি, কারণ তাঁর নাম মহেন্দ্র সিং ধোনি। কিন্তু এবার পারলেন না তিনি। একটা ডিরেক্ট হিট একটা রূপকথাকে ধ্বংস করে দিল, রান আউট হয়ে ফিরলেন ধোনি। থেমে গেল কোটি কোটি ভারতীয়র হৃদস্পন্দন, স্টেডিয়াম জুড়ে যেন শ্মশানের নিস্তব্ধতা।
মাঠ ছাড়ছেন মহেন্দ্র সিং ধোনি। হয়ত শেষ বারের জন্য ব্যাট করলেন। ৪৯ রানে ফিরে গেলেন। ইদানীং ধোনি একটু বেশি স্লো খেলার জন্য চাপে পড়েছে ভারত। এদিন নিউজিল্যান্ডের সাথে সেমিফাইনালে একই জিনিস দেখা গেল।
নিউজিল্যান্ড প্রথম ব্যাট করে মাত্র ২৩৮ রান তোলে। বৃষ্টির জন্য পরের দিন খেলা শুরু হয় আবার। ভারত গুটিয়ে গেল ২২১ রানে। এই হারের মাঝেও পাওনা জাদেজার অসাধারণ ইনিংস।
ভারতকে আরও চার বছর অপেক্ষা করতে হবে বিশ্বকাপের জন্য।
-নিজস্ব সংবাদদাতা, বাংলার চোখ
মাঠ ছাড়ছেন মহেন্দ্র সিং ধোনি। হয়ত শেষ বারের জন্য ব্যাট করলেন। ৪৯ রানে ফিরে গেলেন। ইদানীং ধোনি একটু বেশি স্লো খেলার জন্য চাপে পড়েছে ভারত। এদিন নিউজিল্যান্ডের সাথে সেমিফাইনালে একই জিনিস দেখা গেল।
নিউজিল্যান্ড প্রথম ব্যাট করে মাত্র ২৩৮ রান তোলে। বৃষ্টির জন্য পরের দিন খেলা শুরু হয় আবার। ভারত গুটিয়ে গেল ২২১ রানে। এই হারের মাঝেও পাওনা জাদেজার অসাধারণ ইনিংস।
ভারতকে আরও চার বছর অপেক্ষা করতে হবে বিশ্বকাপের জন্য।
-নিজস্ব সংবাদদাতা, বাংলার চোখ
No comments:
Post a Comment