ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ দমদম অস্ত্র ফ্যাক্টরির বেসরকারিকরণের প্রতিবাদ জানিয়ে মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী ৷ চিঠিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনা আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দেড় লক্ষ কর্মীর ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা ৷
বিপুল জনসমর্থন নিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর আয় বাড়াতে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বিলগ্নিকরণের কথা ভাবছে মোদি সরকার ৷ এবারের বাজেটেও ছিল সেই ইঙ্গিত ৷ সেই মতোই বেসরকারিকরণের পথে হাঁটছে কেন্দ্র ৷ সব অর্ডন্যান্স ফ্যাক্টরি বেসরকারিকরণের উদ্যোগ নিচ্ছে সরকার, একথা সামনে আসতেই দমদম অর্ডন্যান্স ফ্যাক্টরি নিয়ে আশঙ্কার কথা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি ৷ বেসরকারিকরণ হলে কাজ হারাতে পারেন ১ লক্ষ ৬০ হাজার জন কর্মী, আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একইসঙ্গে এতে দেশের সুরক্ষা বিঘ্নিত হতে পারে বলেও মনে করছেন মুখ্যমন্ত্রী ৷
No comments:
Post a Comment