বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষ্যে নজরুল মঞ্চে নানা শিল্পী সমাগম হবে আগামী ২০ শে জুন। গান গাইবেন অসমীয়া গায়ক পাপনও।
এখানেই আপত্তি বাংলার নানা বাঙালি সংগঠনের। 'বাঙালি বিরোধী' পাপন কিভাবে গান গাইবেন কলকাতায়? তিনি তো আসামের বাঙালির নাগরিকত্বের বিরুদ্ধে। তিনি আসামের বাঙালির রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা হননের পক্ষে।
আসামের বাঙালির মৃত্যু মিছিল চলছে। আসামের বাঙালিকে রাষ্ট্রহীন করার চক্রান্ত চলছে। এন আর সির খসড়া থেকে ৩৮ লাখ বাঙালির নাম বাদ পড়েছে, যার মধ্যে প্রায় ৩০ লাখ হিন্দু বাঙালি ও ৮ লাখ মুসলমান বাঙালি। বাঙালিকে বিদেশী সন্দেহে ডিটেনশন ক্যাম্প নামক জেলে ঢোকানো হচ্ছে। কয়েক লাখ বাঙালির ফরেন ট্রাইবুনালে বিচার চলছে।
এন আর সি ও ডি ভোটারের কারণে প্রায় ৪৫ জন বাঙালি আত্মহত্যা করেছে, যার অধিকাংশই হিন্দু বাঙালি।
গতবছরই বাঙালি গায়ক শান বাংলা গান গাওয়ার অপরাধে আসামের গুয়াহাটিতে আক্রান্ত হয়েছিল অসমীয়া জাতিবাদীদের হাতে।
তাই পাপনের কলকাতায় গান গাওয়া নিয়ে বিতর্ক দেখা দিচ্ছে।
এখানেই আপত্তি বাংলার নানা বাঙালি সংগঠনের। 'বাঙালি বিরোধী' পাপন কিভাবে গান গাইবেন কলকাতায়? তিনি তো আসামের বাঙালির নাগরিকত্বের বিরুদ্ধে। তিনি আসামের বাঙালির রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা হননের পক্ষে।
আসামের বাঙালির মৃত্যু মিছিল চলছে। আসামের বাঙালিকে রাষ্ট্রহীন করার চক্রান্ত চলছে। এন আর সির খসড়া থেকে ৩৮ লাখ বাঙালির নাম বাদ পড়েছে, যার মধ্যে প্রায় ৩০ লাখ হিন্দু বাঙালি ও ৮ লাখ মুসলমান বাঙালি। বাঙালিকে বিদেশী সন্দেহে ডিটেনশন ক্যাম্প নামক জেলে ঢোকানো হচ্ছে। কয়েক লাখ বাঙালির ফরেন ট্রাইবুনালে বিচার চলছে।
এন আর সি ও ডি ভোটারের কারণে প্রায় ৪৫ জন বাঙালি আত্মহত্যা করেছে, যার অধিকাংশই হিন্দু বাঙালি।
গতবছরই বাঙালি গায়ক শান বাংলা গান গাওয়ার অপরাধে আসামের গুয়াহাটিতে আক্রান্ত হয়েছিল অসমীয়া জাতিবাদীদের হাতে।
তাই পাপনের কলকাতায় গান গাওয়া নিয়ে বিতর্ক দেখা দিচ্ছে।
No comments:
Post a Comment