হিন্দি ভারতের রাষ্ট্রভাষা নয়, ভারতীয় সংবিধানে কোনো রাষ্ট্রভাষার উল্লেখ নেই।
আজ সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন ছিল। নির্বাচিত সাংসদদের শপথ গ্রহনের কথাও ছিল আজ।
তৃণমূল জানিয়েছিল, দলের সাংসদরা বাংলার ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরতে বাংলায় ভাষায় শপথ নেবেন।
কিন্তু বিড়ম্বনা বাড়ালেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, তিনি তো বলেই বসলেন 'হিন্দি ভারতের রাষ্ট্রভাষা'। এরপরই শুরু হয় সমালোচনার ঝড়। তাঁকে 'বাংলার লজ্জা' আখ্যা দিয়ে ফেসবুকে চলছে জোর প্রচার।
প্রসঙ্গত, আগে সংসদে বাংলা বলা অভিনেতা-সাংসদ দেবও এদিন বাংলায় শপথ নেননি।
মুকুল ঘনিষ্ঠ এই সাংসদকে নিয়ে বিড়ম্বনা বাড়ল তৃণমূলে।
আজ সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন ছিল। নির্বাচিত সাংসদদের শপথ গ্রহনের কথাও ছিল আজ।
তৃণমূল জানিয়েছিল, দলের সাংসদরা বাংলার ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরতে বাংলায় ভাষায় শপথ নেবেন।
কিন্তু বিড়ম্বনা বাড়ালেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, তিনি তো বলেই বসলেন 'হিন্দি ভারতের রাষ্ট্রভাষা'। এরপরই শুরু হয় সমালোচনার ঝড়। তাঁকে 'বাংলার লজ্জা' আখ্যা দিয়ে ফেসবুকে চলছে জোর প্রচার।
প্রসঙ্গত, আগে সংসদে বাংলা বলা অভিনেতা-সাংসদ দেবও এদিন বাংলায় শপথ নেননি।
মুকুল ঘনিষ্ঠ এই সাংসদকে নিয়ে বিড়ম্বনা বাড়ল তৃণমূলে।
No comments:
Post a Comment