এনআরএস কাণ্ডের জেরে উদ্ভূত পরিস্থিতির সমাধানে আন্দোলনকারীদের নবান্নে ডেকে পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই বার্তা নিয়ে শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ এনআরএসে হাজির হন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র। আন্দোলনরত পড়ুয়া ডাক্তারদের ৪ প্রতিনিধিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য তাঁর সঙ্গে নবান্নে যাওয়ার আবেদন করেন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা। তবে জুনিয়র ডাক্তাররা নবান্নে যাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
এদিকে, এনআরএসে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তাকে। তাঁকে ঘিরে 'উই ওয়ান্ট জাস্টিস' শ্লোগান দেওয়া হয়। মুখ্যমন্ত্রী স্বয়ং কেন্দ্র এনআরএসে আসছেন না, সেই প্রশ্নও তোলা হয়েছে।
রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে উদ্ভূত অচলাবস্থা কাটাতে এদিন সন্ধ্যায় শহরের ৪ জন সিনিয়র চিকিৎসকের সঙ্গে নবান্নে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা। এই দলের নেতৃত্বে আছেন সুকুমার মুখোপাধ্যায়। এছাড়া দলে আছেন মাখনলাল সাহা, অভিজিৎ চৌধুরী এবং অলকেন্দু ঘোষের মতো বিশিষ্ট চিকিৎসক। এর বৈঠকের মাঝেই দূত হিসেবে শিক্ষা-স্বাস্থ্য অধিকর্তাকে এনআরএসে পাঠান মুখ্যমন্ত্রী।
No comments:
Post a Comment