একদিকে ডাক্তারিতে ভর্তির সর্বভারতীয় পরীক্ষা নিট ধ্বংস করছে বাংলার হাজার হাজার গরীব মেধাবী পড়ুয়ার স্বপ্ন, সেই মরার ওপর খাঁড়ার ঘা দিচ্ছে রাজ্য সরকারের ভ্রান্ত ডোমিসাইল নীতি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পাঞ্জাব, তামিলনাড়ু, কর্ণাটক, গুজরাট, মহারাষ্ট্রের মত রাজ্যগুলির ডাক্তারি ভর্তির ৮৫% সংরক্ষিত আসনে শুধু সেই রাজ্যের স্থায়ী বাসিন্দা এমন পড়ুয়ারাই ভর্তির সুযোগ পায়। স্থায়ী বাসিন্দা প্রমাণ করতে ডোমিসাইল এ ফর্ম পূরণ করতে হয়। বাংলাতেও এর ব্যতিক্রম হয় না।
কিন্তু বাংলায় ডোমিসাইল বি নামক আরেকটি ফর্ম পূরণের সুবিধা আছে। ডোমিসাইল বি ফর্ম পূরণ করলেই কোনো অন্য রাজ্যের পড়ুয়া যার বাবা-মা কেউ জন্মসূত্রে কোনো একসময়ের এ রাজ্যের বাসিন্দা হলেও সে খুব সহজেই বাংলার ৮৫% সংরক্ষিত আসনে সুযোগ পেয়ে যাবে। এর ফলে বাংলার সীমিত ডাক্তারি আসনের মধ্যে প্রায় ৪০০ আসন দখল করছে ভিনরাজ্যের পড়ুয়ারা। একইসাথে তারা নিজেদের রাজ্যেও ভর্তি হবার সুযোগ পাবে। অথচ এই সুযোগ কিন্তু বাংলার পড়ুয়ারা পাবে না। কারণ বাংলা ছাড়া কোনো রাজ্যে "ডোমিসাইল বি" নেই।
বাংলা ও বাঙালির অধিকার রক্ষার অদলীয়, অসাম্প্রদায়িক, রাজনৈতিক সংগঠন বাংলা পক্ষ ডোমিসাইল বি বাতিলের জন্য আন্দোলনে নেমেছে। তারা এর জন্য নানা মহলে দরবার করেছে। সম্প্রতি তারা মুখ্যমন্ত্রীর গণ-ইমেল অভিযান করেছে। এরপর ১১ জুন মঙ্গলবার তারা স্বাস্থ্য ভবনে ডেপুটেশন কর্মসূচি পালন করতে চলেছে। এই কর্মসূচিতে প্রায় ৫০ জন ডোমিসাইল বি ফর্মের কারণে ভুক্তভোগী নিট পরীক্ষার্থীও উপস্থিত থাকবে। সংগঠনের অন্যতম মুখ অধ্যাপক গর্গ চ্যাটার্জি বলেন,"আমরা আগামী কয়েকদিনের মধ্যে ডোমিসাইল বি বাতিল করতে বদ্ধপরিকর।"
এর আগে বাংলা পক্ষর ক্রমাগত আন্দোলনের ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলার পড়ুয়াদের জন্য ৯০% আসন সংরক্ষণ সম্ভব হয়েছে।
No comments:
Post a Comment