হিন্দু-মুসলমান মিলিয়ে ২০ জন বাঙালিকে অবৈধ অনুপ্রবেশকারী তকমা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠাল আসামের বিজেপি সরকার। ৬ জন হিন্দু বাঙালি ও ১৪ জন মুসলমান বাঙালি মিলিয়ে ২০ জনকে ফেরত পাঠাল তারা।
যে বাঙালিদের বাংলাদেশে ফেরত পাঠানো হলো তারা হলেন-- আলোরানী দাস, রবীন্দ্র দাস দিগেন্দ্র চন্দ্র দাস, শেখর নমঃশূদ্র, সুজিত চন্দ্র দাস, পরিমল জলদাস, ইকবাল হোসেন তালুকদার, আহমেদ উদ্দিন, মোহাম্মদ ইসাক আলী, সমীর আহমেদ, আব্দুল গফুর, চাঁদ আলী, আব্দুল লতিফ, মহম্মদ ইব্রাহিম, ফারুক মিয়া, রবিউল সর্দার, সায়েদ আল আমিন, মহম্মদ আজিমুদ্দিন, শাহ আলি মিয়া, আলিমুদ্দিন।
শনিবার করিমগঞ্জ জেলার সুতারকন্ডি বর্ডার চেকপোস্টের মধ্য দিয়ে এই ২০ জনকে বাংলাদেশের হাতে প্রত্যর্পণ করা হয়। বরাক উপত্যকা থেকে গ্রেফতার করে এদের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল।
Welcome to West Bengal, for hindu Christian, boudhist, jain
ReplyDeleteএটাই সুফল মনেহয়
ReplyDelete