
দীর্ঘ ২০ বছর সামলেছেন ত্রিপুরার মসনদ। এককালের লালদুর্গ ত্রিপুরা আজ দখল নিয়েছে গেরুয়া শিবির। সেই ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন সর্বভারতীয় সংবাদমাধ্যম, ইটিভি কে দেওয়া একটি সাক্ষাৎকারে বললেন, 'তৃণমূলকে ঠেকাতে বিজেপিকে সমর্থনের অর্থ হল, কুয়ো থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার মত ব্যাপার।'
এরাজ্যে প্রচারে এসে তিনি বলেন, ৫ বছর ধরে চলা অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সুযোগ এসেছে । তৃণমূলের চেয়ে বিজেপি অনেক বেশি ভয়ঙ্কর। তৃণমূলকে ঠেকাতে বিজেপিকে সমর্থনের অর্থ হল, কুয়ো থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার মত ব্যাপার। কোনভাবেই বিজেপিকে সমর্থন করা যাবে না। তৃণমূলকে ঠেকাতে বামপন্থীদের সমর্থন করুন'।
তিনি আরও বলেন , গোটা দেশের মানুষ বিজেপির অত্যাচারে জর্জরিত। পুঁজিবাদী শক্তি দেশটাকে প্রত্যেকদিন বিক্রি করে দিচ্ছে কর্পোরেট হাউস গুলির কাছে। গত পাঁচ বছরে গোটাদেশে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, উপজাতি, তপশিলি আন্দোলন বিশাল আকার নিয়েছে। যেকোনো মূল্যে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীর আসন থেকে সরাতে হবে।
No comments:
Post a Comment