
পথেঘাটে যেখানেই শিশুদের দেখতে পান, কখনও তাদের কোলে তুলে নেন, কখনও বা চকিতে আদর করে দেন তাদের। মঙ্গলবার তারই যেন কিছুটা ঝলক দেখা গেল আমডাঙ্গার জনসভায়।
মঙ্গলবার আমডাঙায় নির্বাচনী প্রচারে আসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নেত্রীর বক্তব্যের মাঝেই সভায় চরম বিশৃঙ্খলা দেখা যায়। সভাস্থলে এক মহিলার বাচ্চা হারিয়ে যাওয়ায় শোরগোল পড়ে যায়।
সভার মঞ্চ থেকেই মাইক হাতে তাঁদের শান্ত করার চেষ্টা করেন মমতা। মাইক হাতে মমতা বলেন "বাচ্চা হারিয়ে গিয়েছে, ঠিক আছে, খুঁজে পাওয়া যাবে। বসে পড়ুন। পুলিসকে বলে নামটা লিখে আনুন, আমি মাইকে ঘোষণা করছি।"
No comments:
Post a Comment