
এবার পুরোহিতদের ভাতা দেওয়ার ব্যবস্থা করল পুরসভা। সোমবার এমনই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম এই কথা জানিয়েছেন।
মেয়র ববি হাকিম জানিয়েছেন যে এই পেশায় নিযুক্ত বেশির ভাগ ব্রাহ্মণই খুব দরিদ্র। অগ্রদানী হওয়ার কারণে পুজো-অর্চনা করারও অধিকারী নন তাঁরা। কেবল শবদাহের আগে ও পরে ব্রাহ্মণ হিসেবে ধর্মীয় রীতি অনুযায়ী কিছু কাজ করে থাকেন। আবার অগ্রদানী ব্রাহ্মণ হিসেবে শ্রাদ্ধের কাজেও যান এঁরা। রোজগার কম বলে অভাবেই দিন কাটে তাঁদের। সেই কারণে তাঁদের পাশে দাঁড়াতেই পুর প্রশাসন এই সিদ্ধান্ত নিচ্ছে। কলকাতা দিয়ে এই ভাতা প্রকল্প চালু হলেও পরে সমগ্র রাজ্যে এই প্রকল্প চালু করা হবে বলে জানিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী ববি হাকিম।
No comments:
Post a Comment