
সপ্তম দফার ভোটের আগে রাজ্যে প্রচারে এসে এবার নয়া তাস অমিত শাহের বাংলা কাঙাল বাংলা বলে বিতর্কে অমিত শাহ।
সোমবার ক্যানিং ও রাজারহাটে জোড়া সভা করেন বিজেপি সভাপতি অমিত শাহ ৷তিনি বলেন, ‘‘মমতা দিদি, 'সোনার বাংলা'কে 'কাঙাল বাংলা' করে দিয়েছেন। বাংলার গৌরব নষ্ট করে দিয়েছেন। আপনারা আমায় বলুন, এই মমতা দিদিকে আপনারা ভোট দেবেন ? সোনার বাংলার জন্য বিজেপিকে ভোট দিন ৷’’
অমিত শাহকে পাল্টা জবাব দিলেন মমতা ৷ তিনি বলেন, ‘বাঙালিকে কাঙালি বলার সাহস কীভাবে হয় ?’
ভোটপ্রচারে উন্নয়নের কথা কম। পাঁচ বছর আগে দেওয়া প্রতিশ্রুতি আদৌ রক্ষা হয়েছে? এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিজেপি।
No comments:
Post a Comment