
উত্তরপ্রদেশের চান্দৌলিতে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে। ওই এলাকার তারা জীবনপুর গ্রামের বাসিন্দাদের দাবি, তাঁদের গ্রামের তিন জন লোক জোর করে তাদের আঙুলে ভোটের কালি লাগিয়ে দেন। তাঁদের হাতে ৫০০ টাকাও গুঁজে দেন তাঁরা। গ্রামবাসীদের কথায়: “ওই তিন জনই বিজেপি-র লোক। ওরা আমাদের কাছে জানতে চাইল, আমরা তাদের পার্টির হয়ে ভোট দেব কি না? ওরা বলল, এখন তোমরা ভোট দিতে পারবে না। এ কথা কাউকে বোলো না।”
No comments:
Post a Comment