
বাংলায় বিজেপি–র উত্থান রুখতে তৃণমূলের নতুন অস্ত্র হতে চলেছে বাঙালি জাত্যাভিমান ও বাঙালি সংস্কৃতি রক্ষার রাজনীতি। দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে বাংলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় জোর দিচ্ছে দল।
তৃণমূলের অভিযোগ, ইদানীং বাংলাকে ক্রমশ গ্রাস করতে চাইছে বিজেপি। সুকৌশলে বাঙালির সংস্কৃতি ধ্বংস করতে চাইছে বিজেপি। তৃণমূল নেত্রী মনে করছেন, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে শুধু রাজনৈতিক লড়াই যথেষ্ট নয়। বাছতে হবে অন্য পথ। তৃণমূল সূত্রের খবর, বাঙালিয়ানা রক্ষায় সমান্তরাল অরাজনৈতিক আন্দোলন গড়ে তোলার নির্দেশ দিয়েছেন মমতা ব্যানার্জি। দলের আরেক নেতা জানিয়েছেন, এবার লোকসভা নির্বাচনের আগে প্রার্থী–তালিকা ঘোষণার সময় দলের স্লোগান ছিল, ‘তৃণমূল, আমার আপনার বাংলার’। তার পর সেটি তেমন ভাবে প্রচারে আসেনি। এবার ফিরিয়ে আনা হবে সেই স্লোগানটি।
উত্তর কলকাতা থেকে বিজয়ী সাংসদ সুদীপ ব্যানার্জি মঙ্গলবার এক প্রশ্নের জবাবে বলেন, ‘বাংলার সংস্কৃতি নষ্ট করার ষড়যন্ত্র চলছে। রাজ্যে ৮৬ শতাংশ মানুষ বাংলাভাষী। হিন্দু, মুসলিম সব সম্প্রদায়ের মানুষ রয়েছেন। রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাভাষীদের মধ্যে ধর্ম ও জাতপাতের বিভেদ ছড়িয়ে দেওয়া হচ্ছে। এজন্য বাংলা ও বাঙালিয়ানার নতুন স্লোগান নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলবে দল।’
নানা দলীয় অনুষ্ঠানে জয় হিন্দ ও জয় বাংলা স্লোগান দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
No comments:
Post a Comment