
নরেন্দ্র মোদীর উপর বানানো ওয়েব সিরিজ বন্ধ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। ‘মোদী’ নামে ওয়েবসিরিজটি এই মাসের গোড়া থেকেই শুরু হয়েছিল ‘এরোস নাও’ ওয়েবসাইটে। সেটি সম্প্রচারের জন্য প্রয়োজনীয় মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি (এমসিএমসি)-র অনুমতি নেওয়া হয়নি বলে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিলেন দিল্লির মুখ্য নির্বাচনী অফিসার। সেই অভিযোগের প্রেক্ষিতেই এ দিন নিষেধাজ্ঞা জারি করল কমিশন।
লোকসভা ভোটের দিন ঘোষণার পরেই রাজনৈতিক নেতাদের নিয়ে বানানো বায়োপিকের উপর নিষেধাজ্ঞা জারি করে কমিশন। প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে বানানো একটি চলচ্চিত্রও মুক্তি পায়নি, কমিশনের অনুমতি না মেলায়।
No comments:
Post a Comment