
লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। যাদবপুর কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। যাদবপুর কেন্দ্রে ভোটগ্রহণের আগেই অনুপম হাজরার ফের দলবদল নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে গেল। লোকসভা ভোট মিটে গেলে ফের কি পুরনো দল তৃণমূলে ফিরতে চলেছেন তিনি? এমনই ইঙ্গিত পাওয়া গেল তৃণমূলের বীরভুম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বক্তব্যে।
সোমবার অনুব্রত মন্ডলের বাড়িতে এসে তাঁকে প্রণাম করেন অনুপম। অনুব্রতর বাড়িতে জমিয়ে মাছ-ভাতও খেলেন তিনি। এই ঘটনায় স্বভাবতই অস্বস্তিতে পড়ে যায় রাজ্য বিজেপি নেতৃত্ব। এনিয়ে দলের জেলা নেতৃত্বের কাছে রিপোর্ট চেয়েছেন দিলীপ ঘোষরা। এর মধ্যেই এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমে এক আলোচনা চক্রে অংশ নিয়ে বোমা ফাটান তৃণমূলের বীরভুম জেলা সভাপতি অনুব্রত।
কেষ্ট দা বলেন, 'অনুপমকে বলেছি ২৩ মে লোকসভার ফল প্রকাশের পরে তোকে ফের দলে নিয়ে নেব। আর দিদিকে বলে রাজ্যসভার প্রার্থী করে দেব।'
No comments:
Post a Comment