১০০ জন চিত্র পরিচালকের পর ২০০ জন লেখক। প্রত্যেকেই ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আবেদন জানালেন দেশবাসীকে।
সোমবার এক বিবৃতিতে অমিতাভ ঘোষ, জিত থাইল, অমিত চৌধুরি, গিরিশ কারনাড, নবনীতা দেবসেন, অনিতা নায়ার, অরিজিৎ সেন, নয়নতারা সেহগাল, উর্বশী বুটালিয়া, নমিতা গোখলে-সহ দুশো লেখক-লেখিকা ওই বিবৃতিতে জানিয়েছেন, শেষ কয়েক বছর ধরে বিশেষ সম্প্রদায়, জাতি, লিঙ্গ বা অঞ্চল বিচারে মানুষে মানুষে ভেদাভেদ করা হচ্ছে। হিংসার পরিবেশ সৃষ্টি করে নিগ্রহ করা হচ্ছে মানুষকে। এই হিংসার রাজনীতি আর তীব্র মেরুকরণের মাধ্যমে দেশকে ভাগ করার চেষ্টা করা হচ্ছে বলে বিবৃতিতে অভিযোগ করেন লেখকরা।
প্রসঙ্গত, এর আগে দেশের প্রায় ১০০ জন স্বনামধন্য চিত্র পরিচালক ও কলাকুশলী বিজেপি সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দাগেন। দেশের সংবিধান ও অখণ্ডতা রক্ষা করতে, বিজেপিকে ক্ষমতাচ্যুত করার ডাক দেন। এবার বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে নামলেন বিশিষ্ট লেখকেরা।
No comments:
Post a Comment