গত পাঁচ বছরে বেহাল দশা হয়েছে বিএসএনএলের। ক্ষতি সামাল দিতে প্রথম কোপ পড়তে পারে অস্থায়ী কর্মীদের উপর। এই খবরের পরেই বিভিন্ন রাজ্যের বিএসএনএলের অস্থায়ী কর্মীদের সংগঠনগুলি সোচ্চার হয়েছে। শুধু বাংলাতেই ১০ হাজার অস্থায়ী কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে।
তাই বাংলার কর্মীরা বলছেন- একটিও ভোট বিজেপিকে নয়’। রাহুল থেকে মমতা বিএসএনএল ইস্যুতে সোচ্চার হয়েছেন। তারপরেই তড়িঘড়ি বিএসএনএল প্রধান জানিয়ে দিলেন কর্মী ছাঁটাই হচ্ছে না।
তবে বাংলার বিএসএনএল অস্থায়ী কর্মীরা মনে করছেন , এসবই ভোটের কথা মাথায় রেখে এমন বার্তা দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের বিএসএনএলের অস্থায়ী কর্মীদের সংগঠনের সম্পাদক সুভাষ কুমার কর বলেন , “আমরা আগেও বলেছি এখনও বলব যে কর্মী ছাঁটাই হবে না বলাটা আসলে আসলে ভোট পাওয়ার কায়দা। আমরা জানি ভোট মিটলে আবার ফের কর্মী ছাঁটাই করার প্রশ্ন উঠবে। তাই আমরা আমাদের কর্মীদের বলেছি যে বিজেপিকে ভোট দেবেন না।”
একইসঙ্গে তিনি বলেন , “পশ্চিমবঙ্গে প্রায় ২ লক্ষ ৬০ হাজার অস্থায়ী কর্মী রয়েছে। প্রতি পরিবার থেকে যদি তিনটে করে গড়ে ভোট পাওয়া যায় তাহলে সাত লক্ষ আশি হাজার ভোট। তাহলে কেন ছাঁটাই আটকাবে না।”
No comments:
Post a Comment