
২০১৪ লোকসভায় বিজেপি ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল বক্সার বিজেন্দ্র সিংয়ের। সোশ্যাল মিডিয়ায় একে অন্যের প্রশংসা থেকে শুরু করে একসঙ্গে দুজনে কোনও অনুষ্ঠানে যোগ দেওয়া, সব কিছুই করতে দেখা গিয়েছে তাঁদের।
কিন্তু সম্প্রতি মোদীর বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন তিনি। বললেন, ‘আমি জানতাম না মুখোশের নীচে আসল মুখটা ঠিক কী রকম? আমার সঙ্গে ওনার ( মোদীর ) সম্পর্ক ভালোই ছিল। ২০১৬ তে প্রথম পেশাদারি বক্সিংয়ে জেতার পর উনি আমাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। ওনার সঙ্গে আমার ছবিও আছে। কিন্তু আমি বুঝতে পারিনি মুখোশের নীচে আসল মুখটা ঠিক কী রকম?”
বিজেন্দ্র আরও বলেন, “চোদ্দর নির্বাচনী প্রচারে মোদী বলেছিলেন সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ থেকে ২০ লক্ষ টাকা এমনই ঢুকে যাবে। আমার কাছে এখনও সেই ইউটিউব ভিডিয়ো আছে। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে কথা। কিন্তু গরিব মানুষ এটা বিশ্বাস করে তাঁকে ভোট দিয়েছিল। উনি ওনার প্রতিশ্রুতি রাখতে পারেননি।”
উনিশের লোকসভায় দক্ষিণ দিল্লির কংগ্রেস প্রার্থী হয়েছেন অলিম্পিক পদকজয়ী এই বক্সার।
No comments:
Post a Comment