
আসন্ন লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করে দিল কংগ্রেস। মঙ্গলবার ইস্তেহার প্রকাশের শুরুতে মোদীকে নিশানা করে রাহুল বলেন, ‘‘আমরা এমন ইস্তেহার বানিয়েছি, যেখানে কোনও মিথ্যে কথা বলা হয়নি। গত ৫ বছরে এমন অনেক মিথ্যা শুনেছে দেশ।’’
লোকসভা নির্বাচনে কংগ্রেসের ইস্তেহারে কী কী প্রতিশ্রুতি দেওয়া হল--
* মনরেগা ১০০ দিনের বদলে হবে ১৫০ দিনের
* পৃথক কৃষি বাজেট
* ঋণ শোধ করতে না পারলে কৃষকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়
* ক্ষমতায় ফিরলে ২২ লক্ষ সরকারি শূন্যপদ পূরণ করা হবে
* দেশের ২০ শতাংশ দরিদ্রতম পরিবার পিছু বছরে ৭২ হাজার টাকা দেওয়া হবে
* জিডিপি-র ৬ শতাংশ শিক্ষাখাতে খরচ করা হবে।
* গ্রাম পঞ্চায়েতে ১০ লক্ষ যুবককে চাকরি।
*পেট্রোল-ডিজেল কে জিএসটির আওতায় আনা হবে।
*নতুন ব্যবসা খুলতে প্রথম তিন বছর কোন অনুমতি লাগবে না।
No comments:
Post a Comment