
কেন্দ্রীয় মানবসম্পদ বিকাশ মন্ত্রকের প্রকাশিত র্যাংকিং এ দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ১৪ নম্বর থেকে কলকাতা উঠে এল পঞ্চমে আর যাদবপুর এল ছ'নম্বরে।
দেশের সেরা ১০ কলেজের মধ্যে অষ্টম স্থানে আছে রহড়ার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী কলেজ এবং ১০ নম্বরে সেন্ট জেভিয়ার্স কলেজ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই ফল বিশেষ তাৎপর্যপূর্ণ।
দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মধ্যে সামগ্রিকভাবে সেরা হয়েছে আইআইটি-মাদ্রাজ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স- ব্যাঙ্গালোর এবং আইআইটি- দিল্লি যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে। সেশের সেরা দশটি প্রতিষ্ঠানের মধ্যে সাতটিই আইআইটি। দিল্লির জেএনইউ এবং বিএইচইউ যথাক্রমে সপ্তম এবং দশম স্থানে আছে।
No comments:
Post a Comment