পশ্চিমবঙ্গে প্রার্থীঘোষণার পর থেকেই নানা জেলায় বিজেপির গোষ্ঠীকোন্দল বারবার সামনে এসেছে। এবার স্বয়ং দিলীপ ঘোষের প্রার্থী হওয়া নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য, লালকৃষ্ণ আডবাণী, অটল বিহারী বাজপেয়ির অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত প্রদীপ পট্টনায়ক। দিলীপকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, 'কেন্দ্রীয় নেতৃত্বের দালালি করে প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ!'
আর এই মন্তব্যের পরই চরম বেকায়দায় দিলীপ ঘোষ।
তার সাফাই, 'সবাই কি দালালি করে টিকিট পেয়েছে? যে জিততে পারে, তাঁকেই প্রার্থী করা হয়েছে।' যদিও শুধু দিলীপ ঘোষের প্রার্থীপদ নিয়েই নয়, নিজের বিধায়ক তহবিলের টাকা দিলীপ কোথায়, কিভাবে খরচ করছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন প্রদীপ পট্টনায়ক।
উল্লেখ্য, বিজেপির যখন এরাজ্যে কিছুই সংগঠন ছিলনা, তখন থেকেই প্রদীপ পট্টনায়ক মাটি আঁকড়ে কাজ করে গেছেন। পাঁচ বার বিধানসভা নির্বাচনে প্রার্থীও করা হয় তাঁকে। এহেন পুরনো মুখের থেকেই দিলীপ ঘোষের বিরুদ্ধে রব ওঠায় অস্বস্তিতে গোটা দল।
No comments:
Post a Comment