
কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীকে মোষ বলে কটাক্ষ করে নতুন বিতর্ক তৈরি করলেন প্রাক্তন বিজেপি বিধায়ক রাজু কাগে।
১০০ বার স্নান করলেও মোষের মতোই দেখতে লাগবে এইচডি কুমারস্বামীকে। কর্নাটকের মুখ্যমন্ত্রীকে এই ভাষাতে আক্রমণ করলেন প্রাক্তন এক বিজেপি বিধায়ক।
সপ্তাহখানেক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কুমারস্বামী তোপ দেগেছিলেন। বলেছিলেন, ক্যামের সামনে আসার আগে মুখে মেকআপ ও ওয়্যাক্সিং করেন নমো। তারই জবাব দিতে গিয়ে বিজেপির প্রাক্তন বিধায়ক রাজু কাগে বলেন, নরেন্দ্র মোদী ফরসা। আর কুমারস্বামী কালো। রাজুর কথায়, 'কুমারস্বামী বলেছেন, নরেন্দ্র মোদী দিনে ১০ বার পাউডার মাখেন আর ১০ বার জামাকাপড় বদলান। আরে, মোদীজি ফরসা ও সুন্দর দেখতে। কুমারস্বামী, আপনি যদি ১০০ বারও স্নান করেন, তাও আপনাকে মহিষের মতোই দেখতে লাগবে।'
No comments:
Post a Comment