
দিগ্বিজয় সিংয়ের বিরুদ্ধে ভোপালে কে প্রার্থী হবেন? সেটাই হয়ে উঠেছিল বিজেপির মাথাব্যথার কারণ। অবশেষে দিগ্বিজয়ের বিরুদ্ধে ২০০৮ মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা ঠাকুরকে প্রার্থী করল গেরুয়া শিবির।
বুধবারই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন সাধ্বী। দলে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর নাম সরকারিভাবে ভোপাল কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে গেরুয়া শিবির। এর আগে ভোপাল থেকে বিজেপি প্রার্থী হিসাবে নরেন্দ্র সিংহ তোমর, শিবরাজ সিংহ চৌহান এবং উমা ভারতীর মতো প্রবীণ নেতাদের নাম উঠে আসছিল। কিন্তু তাঁরা কেউই রাজি হননি।
২০০৮ সালে ইউপিএ জমানায়, মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার হন সাধ্বী প্রজ্ঞা। সমস্ত অভিযোগ থেকে এখনও অব্যাহতি পাননি সাধ্বী প্রজ্ঞা। ২০১৭-র ডিসেম্বরে তাঁকে মহারাষ্ট্র সংগঠিত অপরাধ আইন (মকোকা)থেকে রেহাই দেয় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র বিশেষ আদালত। তবে সন্ত্রাস দমন এবং ইউএপিএ আইনে তাঁর বিরুদ্ধে মামলা চলছে।
No comments:
Post a Comment