
নির্বাচন যত কাছে আসছে তত বাড়ছে রাজনৈতিক নেতাদের পরস্পরের বিরুদ্ধে কটূক্তি।
সম্প্রতি উত্তরপ্রদেশের মেরঠে এক জনসভায় গিয়েছিলেন বিজেপি নেতা জয়করণ গুপ্ত। সেখানে নাম না করে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধীকে ‘স্কার্ট ওয়ালি বাঈ’ বলে মন্তব্য করেন তিনি। এরই সঙ্গে তাঁর কটাক্ষ স্কার্ট পরিহিতরা এখন শাড়ি পরে মন্দির দর্শনে যাচ্ছেন। যাঁরা গঙ্গাকে এত দিন এড়িয়ে চলতেন, তাঁরাই এখন আবার গঙ্গাকে পবিত্র বলেছেন!”
এই ধরনের মন্তব্যের পরই প্রবল সমালোচনার মুখে পড়তে জয়করণকে। চাপে পড়েই তিনি পাল্টা দাবি করেন, নির্দিষ্ট ভাবে কাউকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেননি। শুধু এটাই বলতে চেয়েছেন স্কার্ট পরা যে বাঈ মন্দির যেতে ইতস্তত করতেন, তিনিই এখই শাড়ি পরে মন্দির যাচ্ছেন।
No comments:
Post a Comment